Wednesday, May 8, 2024
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তি‘গডফাদার’ ম্যালওয়্যার নিয়ে সতর্কবার্তা

‘গডফাদার’ ম্যালওয়্যার নিয়ে সতর্কবার্তা

বাফিন ‘গডফাদার’ নামের একটি ম্যালওয়্যার সম্পর্কে জার্মানির আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর নজর রাখা সংস্থা সতর্কবার্তা দিয়েছে। সোমবার বাফিন জানিয়েছে, ‘গডফাদার’ ম্যালওয়্যারটি বিশ্বের প্রায় ৪০০ ব্যাংক ও ক্রিপ্টোকারেন্সি অ্যাপের ওপর হামলা চালাচ্ছে, যার মধ্যে জার্মানিরও প্রতিষ্ঠান রয়েছে। 

এ ম্যালওয়্যার ওইসব অ্যাপ ব্যবহারকারীদের অ্যাপের যে মূল ওয়েবসাইট, তার মতো করে সাজানো ভুয়া ওয়েবসাইটে নিয়ে যায়। তাই ব্যবহারকারীদের কাছে দেখতে সেটা মূল ওয়েবসাইটের মতোই মনে হয়। ফলে ব্যবহারকারীরা সেখানে নিশ্চিন্তে লগইন-এর তথ্য দেন, আর সে তথ্যগুলোই মূলত সাইবার অপরাধীদের কাছে চলে যায়। এ ছাড়া ‘টু-ফ্যাক্টর অথেনটিকেশন কোড’ পেতে এ ম্যালওয়্যার ‘পুশ নোটিফিকেশনও’ পাঠায়। তবে ব্যবহারকারীদের ব্যবহৃত ডিভাইসে গডফাদার ম্যালওয়্যার কীভাবে ঢুকছে, সে ব্যাপারে নিশ্চিত হতে পারেনি বাফিন।

জানা গেছে, বর্তমানে প্রায় ১৬ দেশের অ্যানড্রয়েড ডিভাইসে এ ম্যালওয়্যার হামলা করছে। ইতোমধ্যে জার্মানির তথ্য নিরাপত্তাবিষয়ক কেন্দ্রীয় সংস্থা বিএসই নিরাপদে অ্যাপ ব্যবহারের পরামর্শ দিয়ে একটি ভিডিও তৈরি করে সবার উদ্দেশে সতর্কবার্তা দিয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments