Monday, May 20, 2024
spot_img
Homeআন্তর্জাতিকব্রাজিলে ভয়াবহ বন্যায় বসতবাড়ি হারিয়েছে প্রায় ৭০,০০০ বাসিন্দা

ব্রাজিলে ভয়াবহ বন্যায় বসতবাড়ি হারিয়েছে প্রায় ৭০,০০০ বাসিন্দা

ব্রাজিলের দক্ষিণাঞ্চলে গ্রীষ্মকালীন ঝড় ও প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট ভয়াবহ বন্যা এবং ভূমিধসে বসতবাড়ি ছেড়েছে প্রায় ৭০ হাজার বাসিন্দা। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে দক্ষিণ আমেরিকার এ দেশটির দক্ষিণাঞ্চল। রোববার ব্রাজিলের প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, প্রবল ঘূর্ণিঝড় এবং বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির প্রধান শহর পোর্তো আলেগ্রে। এ খবর দিয়েছে ফ্রি মালয়েশিয়া টুডে।

খবরে বলা হয়েছে, এই বন্যায় এ পর্যন্ত অন্তত ৫৭ জনের প্রাণহানীর খবর পাওয়া গেছে। এছাড়া এতে আহত হয়েছেন আরো ৭৪ জন। প্রতিরক্ষা সংস্থার তথ্যমতে এখনো নিখোঁজ আছেন ৬৭ স্থানীয় বাসিন্দা। ভারী বন্যার ফলে একটি গ্যাস কেন্দ্র ফেটে আরো দুইজন প্রাণ হারিয়েছেন বলেও দাবি করেছে বার্তা সংস্থা এএফপি। বন্যার পানিতে তলিয়ে গেছে রিও গ্রান্দে ও পোর্তো আলেগ্রে শহর। ডুবে যাওয়া এলাকা থেকে লোকজনকে নিরাপদে সরিয়ে নেয়া হচ্ছে।

এছাড়া এ বন্যায় ব্যাপক অর্থনৈতিক ক্ষয়ক্ষতির আশঙ্কাও রয়েছে। সম্প্রতি দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় দেম ব্রাজিল চরম আবহাওয়াজনিত কারণে বেশ দুর্যোগের মুখোমুখি হয়েছে।

এর আগে গত বছরে এক ঘূর্ণিঝড়ে দেশটিতে কমপক্ষে ৩১ জনের মৃত্যুর ঘটনা ঘটে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments