Sunday, May 19, 2024
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিরেকর্ড গড়েছে ‘ফিফা ২৩’

রেকর্ড গড়েছে ‘ফিফা ২৩’

মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড ভেঙে যাচ্ছে ‘ফিফা ২৩’। ২৭ সেপ্টেম্বরে মুক্তির পর থেকে এখন পর্যন্ত গেমটি খেলতে লগ ইন করেছে এক কোটি তিন লাখ প্লেয়ার। ইলেকট্রনিক আর্টস প্লে ও ইলেকট্রনিক আর্টস প্লে প্রোর সাবস্ক্রাইবাররা এবং যারা ‘ফিফা ২৩ আলটিমেট এডিশন’ প্রি-অর্ডার করেছে তারা গেমটি খেলতে পারছে। এ ছাড়া কম্পিউটার, প্লে স্টেশন ৪, প্লে স্টেশন ৫, নিন্টেন্ডো সুইচ, এক্সবক্স ওয়ান ও এক্সবক্স সিরিজ এস/এক্স প্ল্যাটফরমগুলোতেও গেমটি খেলা যাবে।

ইএ স্পোর্টের জেনারেল ম্যানেজার নিক ভলোডিকা বলেন, ‘নতুন ফিফা গেমটিতে এবার নারীদের বিশ্বকাপও যুক্ত করা হয়েছে। নারীদের ফুটবল ক্লাবে আরো অনেক আপডেট আসা বাকি আছে। প্লেয়ারদের কাছ থেকে যে সাড়া পাচ্ছি তা অসাধারণ। সবাই নিজেদের পছন্দের খেলোয়াড় ও দলের সঙ্গে খেলতে পারছে, এতে আমরাও অনেক রোমাঞ্চিত। ’

এবারই শেষবারের মতো ‘ফিফা’ খেলা যাচ্ছে। আগামী দিনে জনপ্রিয় ফুটবল গেমটির নাম হবে ‘ইএ স্পোর্টস এফসি’। ফিফা ফেডারেশন ও ইলেকট্রনিক আর্টসের ১০ বছরের চুক্তি শেষ হয়ে গেছে। নতুন করে চুক্তি করলে চার বছরের জন্য ১০০ কোটি ডলার ফিফাকে দিতে হতো। এই প্রস্তাবে রাজি না হওয়াতেই ফিফা নাম বাদ দিচ্ছে ইলেকট্রনিক আর্টস।

 সূত্র : গ্যাজেটস ৩৬০

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments