Saturday, April 20, 2024
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিসারফেস ইভেন্টে যা দেখাল মাইক্রোসফট

সারফেস ইভেন্টে যা দেখাল মাইক্রোসফট

এবারের সারফেস ইভেন্টে ছয় ধরনের ডিভাইস উন্মোচন করেছে মাইক্রোসফট। ল্যাপটপের তালিকায় আছে সারফেস প্রো ৯ ও সারফেস ল্যাপটপ ৫। টাচস্ক্রিন ট্যাবলেট পিসি সারফেস প্রো ৯-এর দুটি সংস্করণ; ১২ প্রজন্মের ইন্টেল কোর প্রসেসর (আই৫ বা আই৭) এবং ফাইভজি সমর্থিত এসকিউ৩ প্রসেসর এনেছে তারা। ফাইভজি সংস্করণে থাকবে ৮ গিগাবাইট র‌্যাম ও ৩২ গিগাবাইট মেমোরি এবং ১৯ ঘণ্টার ব্যাটারি লাইফ।

ওয়াই-ফাই মডেলে সমর্থিত সংস্করণে থাকবে ৮, ১৬ বা ৩২ গিগাবাইট র‌্যাম, সাড়ে ১৫ ঘণ্টার ব্যাটারি লাইফ এবং এক টেরাবাইটের রিমুভেবল এসএসডি কার্ড লাগানোর সুযোগ।   ১৩.৫ ও ১৫ ইঞ্চি সংস্করণে পাওয়া যাবে সারফেস ল্যাপটপ ৫। সারফেস প্রো ৯-এর মতো এতে থাকবে টাচস্ক্রিন সুবিধা। ছোট সংস্করণে ১৮ ঘণ্টা এবং বড় সংস্করণে ১৭ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। ইভেন্টে সারফেস স্টুডিও ২প্লাস নামের একটি পিসিও উন্মোচন করে মাইক্রোসফট। ২৮ ইঞ্চি স্ক্রিনের এই পিসি পেশাদার শিল্পীদের কথা ভেবে তৈরি করা হয়েছে। এতে আছে ১১ প্রজন্মের ইন্টেল কোর আই৭ প্রসেসর ও এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৩০৬০ গ্রাফিকস কার্ড। ডিভাইসগুলোর দাম বা বাজারে আসার তারিখ সম্পর্কে কোনো তথ্য দেয়নি মাইক্রোসফট। এ ছাড়া বেশ কিছু পিসি যন্ত্রাংশও এনেছে টেক জায়ান্টটি। এগুলো বাজারে আসবে ২৫ অক্টোবর।       সূত্র : ম্যাশেবল

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments