Sunday, May 19, 2024
spot_img
Homeকমিউনিটি সংবাদ USAট্রাম্পের পিছু ছাড়ছে না পর্নো তারকা ইস্যু, বিচার শুরু

ট্রাম্পের পিছু ছাড়ছে না পর্নো তারকা ইস্যু, বিচার শুরু

সাবেক পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুস দেওয়ার ইস্যু যেন সাবেক মার্কিন প্রেসিডেন্টের ডোনাল্ড ট্রাম্পের পিছু ছাড়ছে না। এবার ওই ঘটনায় করা মামলায় তার বিচার শুরু হতে যাচ্ছে নিউ ইয়র্কের আদালতে। সোমবার ট্রাম্পের বিচারের মুখোমুখি হওয়ার কথা রয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এই প্রথম কোনো ফৌজদারি মামলায় মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার শুরু হতে যাচ্ছে। বিচারের মুখোমুখি হওয়া প্রথম মার্কিন প্রেসিডেন্ট তিনি।

দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ চার বছরের জেল হতে পারে ট্রাম্পের। তবে কারাদণ্ড এড়াতে জরিমানাও হতে পারে তার।

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, তার সঙ্গে সম্পর্কের বিষয়ে মুখ বন্ধ রাখতে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে সাবেক পর্নো তারকাকে মোটা অঙ্কের ঘুস দেওয়া হয়েছিল। মুখ বন্ধ রাখতে ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেন ড্যানিয়েলসকে প্রায় এক লাখ ৩০ হাজার ডলার ঘুস দেন বলে দাবি করেছেন।

সোমবার জুরি নির্বাচনের মাধ্যমে বিচার শুরু হবে। ধারণা করা হচ্ছে, ছয় থেকে আট সপ্তাহ স্থায়ী হতে পারে বিচার প্রক্রিয়া।

ট্রাম্পের বিরুদ্ধে মোট ৩৪টি অভিযোগ আনা হয়েছে। তিনি অবশ্য সব কটি অভিযোগ অস্বীকার করেছেন। নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে  সম্ভাব্য রিপাবলিকান প্রার্থী হিসেবে মনোনীত হওয়ার আগে ট্রাম্পের এই বিচারকে নজিরবিহীন হিসেবে দেখা হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments