Saturday, May 18, 2024
spot_img
Homeআন্তর্জাতিকইরানের বিমানবন্দরে প্লেন চলাচল শুরু

ইরানের বিমানবন্দরে প্লেন চলাচল শুরু

ইসরাইলে হামলাকে কেন্দ্র করে ইরানের বিমানবন্দরগুলোতে প্লেন চলাচল বন্ধ রাখা হয়েছিল। তবে সোমবার (১৫ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৬টার দিকে দেশটিতে ফ্লাইট চলাচল শুরু হয়েছে।

রোববার তেহরানের ইমাম খামেনি ও মেহরাবাদ বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত করা হয়। মূলত ইসরাইলে সরাসরি হামলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় এ সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ।

এর আগে মধ্যপ্রাচ্যের অনেক দেশ নিজেদের আকাশ বন্ধ করে দেয়। যদিও সেগুলো এখন স্বাভাবিক করা হয়েছে। কারণ ইসরাইলের বিরুদ্ধে ইরানের সামরিক অভিযান আপাতত সমাপ্ত হয়েছে। তবে ইসরাইলি কর্তৃপক্ষ এর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করলে আরও বড় আক্রমণ চালাবে তেহরান। আর এ লড়াই কেবলই ইরান ও ইসরাইলের মধ্যকার। যুক্তরাষ্ট্রকে এর বাইরে থাকার হুঁশিয়ারি দিয়েছে ইরান সরকার।

রোববার (১৪ এপ্রিল) এক বিবৃতিতে এসব কথা বলেছে জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন।

দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলার জবাবে শনিবার (১৩ এপ্রিল) রাতে ইসরাইলি ভূখণ্ড লক্ষ্য করে কয়েকশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান।

ইসরাইলের মাটিতে এটিই প্রথমবার ইরানের সরাসরি হামলার ঘটনা। ইরান এই অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন ট্রু প্রমিজ’ বা ‘সত্য প্রতিশ্রুতির অভিযান’।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments