Friday, March 29, 2024
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিঅ্যানড্রয়েডে আসছে আউটলুক লাইট

অ্যানড্রয়েডে আসছে আউটলুক লাইট

মাইক্রোসফটের আউটলুক অ্যাপের লাইট সংস্করণ আসছে অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে। এর আগেও অ্যাপটি ছিল, তবে খুব কমসংখ্যক দেশেই ব্যবহার করা যেত। এবার বিশাল পরিসরে অ্যাপটি উন্মুক্ত করতে যাচ্ছে মাইক্রোসফট। মাইক্রোসফট ৩৬৫ রোডম্যাপ পেজে জানিয়েছে, ছোট আকারের অ্যাপটি দ্রুতগতির পারফরম্যান্স দেবে।

ফলে কম বাজেটের ডিভাইসেও অ্যাপটি দিয়ে স্বচ্ছন্দে চালানো যাবে। চলতি মাসেই বিশ্বের সব ব্যবহারকারীর কাছে আউটলুক লাইট অ্যাপটি পৌঁছে যাবে। তবে এটি শুধু ব্যক্তিগত আউটলুক, হটমেইল, লাইভ ও এমএসএন অ্যাকাউন্ট সাপোর্ট করবে; কর্মক্ষেত্র ও স্কুলের অ্যাকাউন্ট সাপোর্ট করবে না। অ্যানড্রয়েডের  অন্যতম জনপ্রিয় ই-মেইল অ্যাপ হলো আউটলুক। গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি এরই মধ্যে ৫০ কোটির বেশি ডাউনলোড হয়েছে।     

সূত্র : দ্য ভার্জ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments