Saturday, May 18, 2024
spot_img
Homeসাহিত্যলাকি জাদুর তিনটি কবিতা

লাকি জাদুর তিনটি কবিতা

বলতে চাই—ভালোবাসি

এক গোধূলিবেলায়—
তোমার হাতে হাত রেখে
সর্বোচ্চ চিৎকারে গলা ছেড়ে
বলতে চাই—ভালোবাসি।
কোন এক পাহাড়ের চূড়ায়,
না হয় সমুদ্র তটে—
অথবা গহীন অরণ্যে,
প্রচণ্ড আবেগে জরানো স্বরে
বলতে চাই—ভালোবাসি।
মায়াকানন এখানে
দীর্ঘশ্বাসে প্রতিক্ষণে শুধু একটাই সুর
বেজে বারংবার প্রতিধ্বনি—
ভালোবাসি।
শরতের সাদা মেঘ ভেসে যাওয়া
বিশাল আকাশের নিচে,
খোলা চুলের মৃদু দোলে
তোমার পানে দুহাত খুলে,
প্রচণ্ড চিৎকারে
বলতে চাই—ভালোবাসি।
যান্ত্রিকতায় ক্লান্ত যখন
অবসাদের খোঁজে
এক পলক দেখার জন্য
তোমায় পেলে ক্লান্ত স্বরে—
ফিসফিসে কানের কাছে গিয়ে
বলতে চাই—ভালোবাসি।

****

তোমার শহরে

তোমার শহরে সহস্র
ল্যাম্পপোস্টের আলোর ভিড়ে,
পূর্ণিমা চাঁদের আলোর মহিমা
হৃদয়টাকে তোলপাড় করে…

তোমার শহরে অলিগলি
ছেয়ে আছে পোস্টারে
ক্ষমতা লোভী মন উন্মাদ
দিতে প্রাণ মিছিলে অকাতরে।

তোমার শহরে সজ্জিত
আলোকসজ্জার বাসরে
নির্ঘুম কত রাত কাটে একাকী—
না পাওয়ার হাহাকারে।

****

একটা জীবন তোমার নামে

নিবিড় যতনে লালিত যে মায়া
আঁধারে একলা আমি
শক্তিই সে ছায়া—
শুধু একটা জীবন তোমার নামে…
এ অনুভূতি অসীম, শক্তি প্রখর,
এ আবেদন নির্মল দীপ্ত কিরণে।

সবুজ ঘাসের ওপর আলতো পায়ে
বিকেলের শেষটুকুও দিলাম বিলিয়ে
গোধূলিবেলায়—
শুধু একটা জীবন তোমার নামে…
এ মায়া তীক্ষ্ণ, টানও বেশ প্রবল
আস্থা বাড়ছেই কারণে-অকারণে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments