Friday, April 26, 2024
spot_img
Homeখেলাধুলা‘মেসিকে ভিড়িয়ে ভুল করেছে পিএসজি’

‘মেসিকে ভিড়িয়ে ভুল করেছে পিএসজি’

অনিচ্ছা সত্ত্বেও ২০২১ সালে বার্সেলোনা ছাড়তে হয় লিওনেল মেসিকে। প্রিয় ক্লাব ত্যাগের পর আর্জেন্টাইন সুপারস্টার যোগ দেন প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি)। লা প্যারিসিয়ানদের হয়ে অভিষেক মৌসুমে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি সাত ব্যালন ডি’অরের মালিক। তবে দুঃসময় পেছনে ফেলে চলতি মৌসুমে দারুণ ছন্দে মেসি। ফরোয়ার্ড কিংবা প্লেমেকিং- দুই ভূমিকায় দ্যুতি ছড়িয়ে আর্জেন্টিনা অধিনায়ক পিএসজির সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তবুও মেসির নিবেদন নিয়ে প্রশ্ন তুলেছেন পিএসজির সাবেক খেলোয়াড় জেরম রোথেন। ফ্রান্সের সাবেক এই মিডফিল্ডারের ভাষ্য, মেসিকে ভিড়িয়ে ভুল করেছে পিএসজি।

ফরাসি লিগ ওয়ানে ২০২২-২৩ মৌসুমে ১৯ ম্যাচ খেলে ১১ গোল করেছেন লিওনেল মেসি। সতীর্থদের দিয়ে করিয়েছেন ১০ গোল। চ্যাম্পিয়নস লীগে ৬ ম্যাচে ৪টি করে গোল ও অ্যাসিস্ট আর্জেন্টাইন সুপারস্টারের। তবুও মেসির পারফরম্যান্সে সন্তুষ্ট নন পিএসজির জার্সিতে ১৩৯ ম্যাচ খেলা জেরম রোথেন। 

লিগ ওয়ানে নিজেদের সবশেষ ম্যাচে লিলকে ৪-৩ গোলে হারায় পিএসজি।

৩-৩ গোলের ড্র ম্যাচের অন্তিম মুহূর্তে দুর্দান্ত ফ্রি-কিকে লা প্যারিসিয়ানদের জয় উপহার দিয়েছিলেন লিওনেল মেসি। সেই ম্যাচের পর এক টিভি শো’তে জেরম রোথেন বলেন, ‘লিওনেল মেসির ফ্রি-কিক কি আমাদের সব ভুলিয়ে দেবে? অবশ্যই না। এই গোল বাদে ম্যাচে তার নিবেদনের কমতি ছিল।’   

মোনাকোর হয়ে ২০০৩-০৪ চ্যাম্পিয়নস লীগে রানার্সআপ হওয়া রোথেন বলেন, ‘লিওনেল মেসি আসার পর থেকেই ধারাবাহিকতা হারিয়েছে পিএসজি। ফুটবল ইতিহাসে নিজের জায়গা তৈরি করা একজনকে নিয়ে এভাবে বলা কঠিন। তবে দুর্ভাগ্যবশত তার প্রচেষ্টা এবং তার পারফরম্যান্সের ক্ষেত্রে এটাই সত্যি। নানা করাণে সে এটা পারেনি। সে নিশ্চিতভাবে নিজেকে বার্সেলোনা কর্তৃক অবহেলিত মনে করে।’

রোথেন বলেন, ‘যদিও সে বলে, তার জীবন উন্নত হয়েছে। তবে মাঠে সেটা দেখতে পাবেন না। এটা দেখা যায় না। লিলের বিপক্ষে শেষ মুহূর্তে ফ্রি-কিকটা বাদ দিলে মাঠে আর কোনো পরিপূর্ণতা নেই।’ 
আগামী জুনে পিএসজির সঙ্গে মেসির দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হবে। এরই মধ্যে আর্জেন্টাইন সুপারস্টারকে প্যারিসে থিতু করতে নতুন প্রস্তাব দিয়েছে পিএসজি। তবে রোথেনের ভাষ্য, দুই বছর মেয়াদী চুক্তিটিই বিফলে গিয়েছে। তিনি বলেন, ‘লুইস ক্যাম্পোসকে (পিএসজির ক্রীড়া পরিচালক) দায়িত্ব নিতে হবে, তিনি স্বীকার করুন যে লিওনেল মেসির আগমন ভালো ব্যাপার ছিল না। এটা (চুক্তি) ব্যর্থ হয়েছে।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments