Sunday, May 26, 2024
spot_img
Homeআন্তর্জাতিক‘মাই নেম ইজ অরবিন্দ কেজরিওয়াল, অ্যান্ড আই অ্যাম নট আ টেররিস্ট!’

‘মাই নেম ইজ অরবিন্দ কেজরিওয়াল, অ্যান্ড আই অ্যাম নট আ টেররিস্ট!’

আবগারি দুর্নীতি মামলায় ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)’র হাতে গ্রেপ্তার হয়ে জেলবন্দি রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজিরওয়াল। ২১ মার্চ দিল্লির আবগারি মামলায় আটক কেজরিওয়ালের বর্তমান ঠিকানা এখন তিহাড় জেল। সেখানকার দু’নম্বর সেলেই দিন কাটছে তার। মঙ্গলবার জেল থেকেই বার্তা পাঠালেন তিনি। বললেন, ‘মাই নেম ইজ অরবিন্দ কেজরীওয়াল, অ্যান্ড আই অ্যাম নট আ টেররিস্ট! অর্থাৎ আমার নাম অরবিন্দ কেজরিওয়াল, আমি জঙ্গি নই।আম আদমি পার্টির (আপ) নেতা সঞ্জয় সিং মঙ্গলবার জেলবন্দি কেজরিওয়ালের একটি বার্তা পড়তে গিয়ে এমনই কথা জানালেন। সোমবার তিহাড়ে গিয়ে কেজরিওয়ালের সঙ্গে দেখা করেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মান। তিহাড় থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পঞ্জাবের মুখ্যমন্ত্রী বলেন, ‘জেলে কেজরির সঙ্গে কট্টর অপরাধীদের মতো ব্যবহার করা হচ্ছে। এমনকী তারা যে সমস্ত সুযোগ-সুবিধা পায়, তাও দেওয়া হচ্ছে না। এটা খুবই দুঃখের।’

কেজরিওয়ালের অপরাধ কোথায়, প্রশ্ন তোলেন মান। তার সঙ্গে এমন আচরণ করা হচ্ছে যেন, দেশের বিরাট কোনও জঙ্গিকে ধরেছে ওরা।

একই সুর শোনা গেলো আপ নেতা সঞ্জয় সিং -এর গলায়। আপ সাংসদের অভিযোগ, ‘জেলে কেজরিওয়ালের সঙ্গে সন্ত্রাসবাদীদের মতো আচরণ করা হচ্ছে। তাকে  কাছের লোকের সাথে দেখা করতে দেওয়া হচ্ছে না। এটি স্পষ্টতই প্রতিহিংসার রাজনীতি। অরবিন্দ কেজরিওয়াল একদিন শক্তিশালী হয়ে উঠবেনই। এভাবে কাউকে আটকে রাখা যায় না। অরবিন্দ কেজরিওয়াল যিনি দেশের মানুষ তথা দিল্লিবাসীর জন্য একজন ছেলে, একজন ভাইয়ের দায়িত্ব পালন করেছেন  তিনি জেল থেকে বার্তা পাঠিয়েছেন বলেছেন, মাই নেম ইজ অরবিন্দ কেজরিওয়াল অ্যান্ড আই অ্যাম নট আ টেররিস্ট। ‘একই আবগারি মামলায় ছয় মাস কারাগারে কাটিয়ে ৪ এপ্রিল সঞ্জয় সিং তিহাড়  জেল থেকে বেরিয়ে আসেন। তিনি অভিযোগ করেছেন যে, “দিল্লির তিনবারের নির্বাচিত মুখ্যমন্ত্রীকে  পাঞ্জাবের  মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের সঙ্গে কাঁচের দেয়ালের মাধ্যমে দেখা করতে দেয়া হয়। এর  থেকে স্পষ্ট যে, অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর ঘৃণার অনুভূতি রয়েছে।’

এদিকে, আপ রাজ্যসভার সাংসদ সন্দীপ পাঠক বলেছেন যে, কেজরিওয়াল প্রতি সপ্তাহে দুজন মন্ত্রীকে জেলে ডেকে তাদের বিভাগের কাজের অগ্রগতি পর্যালোচনা করবেন। গ্রেফতারের পর থেকেই কেজরিওয়ালের পদত্যাগ দাবি করে আসছে বিজেপি।

সূত্র :  ইন্ডিয়া টুডে

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments