Friday, April 26, 2024
spot_img
Homeআন্তর্জাতিকফিলিস্তিনি বৃদ্ধাকে গ্রেফতার করল ইসরাইল

ফিলিস্তিনি বৃদ্ধাকে গ্রেফতার করল ইসরাইল

পশ্চিম তীরের হেবরনে ফিলিস্তিনি এক বৃদ্ধাকে গ্রেফতার করেছে ইসরাইলি বাহিনী। তুরস্কভিত্তিক আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, গ্রেফতারের আগে তাকে লাঞ্ছিত করা হয়েছে।
 
খবরে বলা হয়েছে, ইব্রাহিম মসজিদের কাছে ওই বৃদ্ধাকে লাঞ্ছিত করে ইসরাইলি বাহিনী। এরপর তাকে গ্রেফতার করা হয়। 

ইসরাইলের হারেৎজ পত্রিকার খবরে দাবি করা হয়েছে, ৬৫ বছর বয়সী এই নারী এক ইসরাইলিকে ছুরিকাঘাত করেছেন। 

তবে এ বিষয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

হেবরন শহরে ইব্রাহিম মসজিদ অবস্থিত। এই শহরে প্রায় ১ লাখ ৬০ হাজার ফিলিস্তিনি বসবাস করেন। এছাড়া এখানে প্রায় ৪০০ ইহুদি দখলদার বসতি স্থাপনকারীও বসবাস করে। প্রায় ১৫শ ভারি অস্ত্রাধারী ইহুদি সৈন্য তাদেরকে পাহারা দেয়।

আনাদোলুর খবর অনুসারে, ইসরাইলি কারাগারে কমপক্ষে সাড়ে চার হাজার ফিলিস্তিনি বন্দি আছেন। এর মধ্যে ৩২ নারী, ১৭০ জন শিশু রয়েছে। 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments