Sunday, May 19, 2024
spot_img
Homeনির্বাচিত কলামপারাবত এক্সপ্রেসে আগুন

পারাবত এক্সপ্রেসে আগুন

অগ্নিকাণ্ড কি নিয়মিত ঘটনা হতে চলেছে?

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণজনিত অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির শোক কাটতে না কাটতেই শনিবার ঢাকা-সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। এতে ট্রেনের তিনটি বগি পুড়ে গেছে। আগুন লাগার শুরুতেই ট্রেনটি দাঁড়িয়ে পড়ায় সব যাত্রী ট্রেন থেকে নামতে সক্ষম হয়েছে। ফায়ার সার্ভিসের চেষ্টায় কয়েক ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাওয়ার কার থেকে আগুন লেগেছে। ইতোমধ্যে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা আশা করব, দ্রুতই তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশিত হবে। এ অগ্নিকাণ্ডের সঠিক কারণ উদ্ঘাটনের পাশাপাশি এক্ষেত্রে কারও অবহেলার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার। উদ্বেগজনক হলো, দেশে অগ্নিকাণ্ডজনিত দুর্ঘটনা ক্রমশ বেড়েই চলেছে। এ সম্পাদকীয় লেখার সময় খবর এসেছে, রাজশাহী থেকে খুলনাগামী সাগরদাড়ি আন্তঃনগর ট্রেনে আগুন লেগেছে, যদিও দ্রুতই আগুন নিয়ন্ত্রণে এসেছে। সংঘটিত অগ্নিকাণ্ডগুলোয় আর্থিক ক্ষয়ক্ষতিসহ প্রাণহানিও ঘটছে। দেশে কোনো অগ্নিকাণ্ডের পর ঘটনার পুনরাবৃত্তি রোধে করণীয় নিয়ে নানা আলোচনা হলেও কিছুদিন পর বিষয়টি বিস্মৃতির অতলে হারিয়ে যায়। দেশে আকাশছোঁয়া ভবনের সংখ্যা বাড়ছে। যেহেতু একটি বহুতল ভবনে অনেক মানুষ বসবাস বা অবস্থান করেন, সেহেতু এ ধরনের ভবনে অগ্নিনির্বাপণের পর্যাপ্ত সুবিধা নিশ্চিত করার বিষয়ে বেশি গুরুত্ব প্রদান করা উচিত হলেও বাস্তবে এর ব্যত্যয় ঘটছে। কর্তৃপক্ষের দুর্বল নজরদারির কারণে শ্রমিকরা ঝুঁকি নিয়েই কোনো কোনো শিল্পকারখানায় কাজ করছেন। কোনো অগ্নিকাণ্ডে সম্পদের যে ক্ষতি হয়, তা একসময় পূরণ করা সম্ভব; কিন্তু কারও জীবনহানি হলে সেই ক্ষতি পূরণ হওয়ার নয়।

মানুষ সতর্ক না হলে অগ্নিকাণ্ডের ঘটনা বাড়বে তাতে কোনো সন্দেহ নেই। লক্ষ করা যায়, একজন ধূমপায়ী জনসমক্ষে ধূমপান করার পর আগুনসহ সিগারেটের অবশিষ্টাংশ যেখানে সেখানে ফেলছে। এ দৃশ্য কাউকে বিচলিত করছে না; মানুষ যে যার মতো চলাচল করছে; যেন কারোই কোনো দায় নেই। দেশে অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিধি যতটা বাড়ছে, সেভাবে মানুষের দায়িত্ববোধে পরিবর্তন আসছে না। এ অবস্থা চলতে থাকলে অগ্নিকাণ্ডের ঘটনা মতো ন্যূনতম পর্যায়ে থাকবে কি না, এ বিষয়ে সন্দেহ থেকেই যায়। প্রতিটি অগ্নিকাণ্ডই মানুষের জন্য সতর্ক বার্তা রেখে যায়। অগ্নিকাণ্ড এড়াতে প্রথমেই যে বিষয়টির ওপর নজর দেওয়া দরকার, তা হলো, পর্যাপ্ত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া। ব্যক্তিগত পর্যায়ে বা প্রাতিষ্ঠানিকভাবে অগ্নিনির্বাপণব্যবস্থা থাকাই যথেষ্ট নয়, সেসবের ব্যবহার জানা কর্মী এবং তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ থাকাও জরুরি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments