Sunday, April 28, 2024
spot_img
Homeসাহিত্যত্রিপদী কবিতাগুচ্ছ

ত্রিপদী কবিতাগুচ্ছ

১.
খাঁচায় ধরা পড়েছে আহত পাখিটি।

আমাদের ফাঁদ ছিল
পালক খুলে দিয়েছি।

২.
আমাদের রাত-জাগরণ স্বভাব ছিল।

কিন্তু ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছি
শুয়োরের কাছে ক্লান্তি জমা দিয়ে।

৩.
আমি তোমার ঠোঁটে আদর করতাম
এখন দেখি নেকড়ে হয়ে গেছে।

বিস্তৃত প্রবাহিত রক্তে খেলা দেখছি।

৪.
বিশ্বাসের ছাদ ভিজে গেছে অজ্ঞতার বৃষ্টিতে
শক্ত ছাদগুলো ভিজে গেল
পিচবোর্ডের মতো।

৫.
শাপলা ফুল হও
যাতে বিদেশি সুগন্ধি না টানে
প্রয়োজন না হয়।

৬.
বুকের বাগানগুলো নষ্ট হতে হতে
শূন্য হয়েছে।

ভালোবাসা জড়ো হচ্ছে ঐশ্বর্য নিয়ে।

৭.
এখন আমার কী করা উচিত?

আমি তোমার ফুল সবুজ এবং গাছপালা থেকে
কাঁটার গন্ধ পাচ্ছি।

৮.
প্রতিদ্বন্দ্বী কিংবা শত্রু
দেখতে চায় না কেউ কেউ
সব সময় দেখতে চায় বখাটে।

বিজ্ঞাপন

৯.
তোমার হাসি মর্জিনার চোখের জল
গড়িয়ে পড়ে সারাক্ষণ
প্রতারক-প্রতারক ভাবে।

১০.
তোমার ভগবান-লাঠি বন্ধ করো
নাহলে শয়তানের উদ্যমে নাচ বেড়ে যাবে
বঞ্চিতদের হাহাকারে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments