Friday, April 26, 2024
spot_img
Homeকমিউনিটি সংবাদ USAড্রোন ধ্বংসের সেই ভিডিও প্রকাশ করল পেন্টাগন

ড্রোন ধ্বংসের সেই ভিডিও প্রকাশ করল পেন্টাগন

কৃষ্ণ সাগরে মার্কিন ড্রোনকে দুটি রুশ যুদ্ধবিমানের বাধা দেওয়ার ভিডিও প্রকাশ করেছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন।  

৪২সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় রাশিয়ার একটি এসইউ-২৭ যুদ্ধবিমান মার্কিন এমকিউ-৯ ড্রোনের এগিয়ে আসছে এবং এরপর ড্রোনটি অতিক্রমের সময় জ্বালানি ফেলতে শুরু করে।

মার্কিন সেনাবাহিনীর দাবি, কৃষ্ণ সাগরে রুশ যুদ্ধবিমান ড্রোনটির ওপর জ্বালানি ফেলার কারণে এটির প্রপেলার আটকে যায় এবং পরে সাগরে নিমজ্জিত হয়। তবে ইচ্ছাকৃতভাবে ড্রোনটি ভূপাতিত করার কথা অস্বীকার করেছে রাশিয়া।

এদিকে কৃষ্ণসাগরে যুক্তরাষ্ট্রের একটি নজরদারি ড্রোন রাশিয়া ধ্বংস করে দেওয়ার পর দিন বুধবার দেশ দুটির প্রতিরক্ষামন্ত্রী ও সামরিক প্রধানরা টেলিফোনে কথাবার্তা বলেছেন। 

ইউক্রেনে রাশিয়ার আক্রমণ নিয়ে কয়েক দশকের মধ্যে দুই দেশের সম্পর্ক সবচেয়ে তলানিতে নামার পর বুধবার বিরল এই ফোনালাপ হয়।

ওয়াশিংটনের শীর্ষ জেনারেল জানিয়েছেন, রাশিয়ার জঙ্গি বিমানের বাধার পর মার্কিন নজরদারি ড্রোন বিধ্বস্ত হওয়ার মাধ্যমে মস্কোর বাড়তে থাকা আক্রমণাত্মক আচরণ প্রদর্শিত হয়েছে।

অন্যদিকে রাশিয়া ওয়াশিংটনকে সতর্ক করে বলেছে, ক্রাইমিয়ার কাছে ড্রোন উড়ানো উত্তেজনা বাড়ানোর ঝুঁকি তৈরি করবে। 
 

The US released a video filmed by the drone that was forced to crash in the Black Sea after it was intercepted by two Russian fighter jets in international airspace ⤵️

?: https://t.co/H2hj0LkiIi pic.twitter.com/E4Su5r2eDn— Al Jazeera English (@AJEnglish) March 16, 2023

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments