Saturday, July 27, 2024
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তি১০২ ইউটিউব চ্যানেল বন্ধ

১০২ ইউটিউব চ্যানেল বন্ধ

বিভ্রান্তিকর খবর প্রচার

ভুয়া খবর দিয়ে আতঙ্ক ও বিদ্বেষ ছড়ানোর কারণে ১০২টি ইউটিউব চ্যানেল বন্ধ করেছে ভারত সরকার।

ইউটিউব ভিডিওতে নিউক্লিয়ার বিস্ফোরণ নিয়েও আতঙ্ক ছড়ানো হয়েছে। উত্তর কোরিয়া ভারতের অযোধ্যায় সেনা পাঠাচ্ছে—এমন খবরও দিয়েছে মানহীন কিছু ইউটিউব চ্যানেল। এসব ভিডিওতে জনপ্রিয় কয়েকটি টিভি চ্যানেলের লোগো বসিয়ে দেওয়া হয়।

দর্শকের বিশ্বাসযোগ্যতা অর্জনে এসব ভুয়া লোগো ব্যবহার করা হয়। কিছু চ্যানেল ভিউ বাড়ানোর পর বিজ্ঞাপনের মাধ্যমে ইউটিউব থেকে অর্থ আয় করতেও সমর্থ হয়।

এ ছাড়া বেশ কিছু ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট বাতিল করেছে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ইনফরমেশন টেকনোলজি নীতিমালার আওতায় চ্যানেল বাতিলের প্রক্রিয়া শুরু হয় গত ডিসেম্বরে। সর্বশেষ গত বৃহস্পতিবার আটটি চ্যানেল বন্ধ করা হয়। এর মধ্যে একটি পাকিস্তানি চ্যানেলও আছে।

উল্লেখ্য, প্রথমে চ্যানেলগুলো শনাক্ত করে সরকারি গোয়েন্দা সংস্থা। এরপর ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের কাছে আবেদন করা হয়।

 সূত্র : গ্যাজেটস ৩৬০

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments