Saturday, December 3, 2022
spot_img
Homeধর্মহায়দরাবাদের মসজিদে অসহায় বৃদ্ধদের আশ্রয় দান

হায়দরাবাদের মসজিদে অসহায় বৃদ্ধদের আশ্রয় দান

তীব্র শীত থেকে বাঁচতে হায়দরাবাদের একটি মসজিদে অসহায় বয়স্ক ব্যক্তিদের জন্য ৪০ বেডের আশ্রয়কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে। হেলপিং হেন্ড ফাউন্ডেশন নামের জনসেবামূলক প্রতিষ্ঠানের সহায়তায় হায়দরাবাদের রাজেন্দ্রনগরের এ মসজিদে এ ব্যবস্থা নেওয়া হয়। গত মঙ্গলবার (২৮ ডিসেম্বর) তা আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে জানা যায়, মসজিদের এ আশ্রয়কেন্দ্রে বিনা মূল্যে চিকিৎসকের পরামর্শ, নার্সিং সেবা, ফিজিওথেরাপি, ডায়েটিশিয়ান ও অ্যাম্বুল্যান্স পরিষেবা থাকবে। এ ছাড়া সেখানে ৭০ শতাংশ বৃদ্ধদের স্বাস্থ্য ও পরিচর্যাসংক্রান্ত সেবা (জেরিয়াট্রিক) ও অন্য নিঃস্ব ব্যক্তিদের বিশেষ সেবা দেওয়া হবে। রোগীদের চিকিৎসা ও পরামর্শ দিতে একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্টও থাকবেন। এ ছাড়া রোগীদের জন্য রান্নাঘর ও স্বাস্থ্যকর খাবারের ব্যবস্থাও আছে। তেলেঙ্গানা সরকারের সংখ্যালঘু বিষয়ক উপদেষ্টা এ কে খান বলেন, ভারতে গড় আয়ু বৃদ্ধি ও পরিবার সংকুচিত হওয়ার পর পশ্চিমা দেশগুলোর মতো এখানেও বয়স্কসেবার গুরুত্ব বেড়েছে। বিভিন্ন সামাজিক সংগঠন প্রবীণদের সেবায় এগিয়ে আসছে দেখে ভালো লাগছে।

     সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments