Friday, March 29, 2024
spot_img
Homeলাইফস্টাইল'একজন ওমিক্রন রোগীরও অক্সিজেন প্রয়োজন হয়নি'

‘একজন ওমিক্রন রোগীরও অক্সিজেন প্রয়োজন হয়নি’

‘এখন পর্যন্ত একজন ওমিক্রন রোগীরও অক্সিজেন প্রয়োজন হয়নি।’

বিশ্বব্যাপী করোনাভাইরাসের আতঙ্কজাগানিয়া নতুন ভেরিয়েন্ট ওমিক্রন সম্পর্ক এমনই আশার বাণী শোনালেন ভারতের দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র কুমার জৈন। তিনি বলেন, করোনাভাইরাস পজিটিভিটি রেট ১ শতাংশের কাছাকাছি। গতকাল নতুন ৪৯৬ জন কভিড পজিটিভ হয়েছে। ওমিক্রন মূলত ছড়াচ্ছে বিদেশ ভ্রমণ করে আসা ব্যক্তিদের মাধ্যমে। তবে আশার কথা- এখন পর্যন্ত একজন ওমিক্রন আক্রান্ত রোগীরও অক্সিজেন সাপোর্টের প্রয়োজন হয়নি।

তিনি আরো বলেন, ‘আমরা লক্ষ করছি, যারা বিদেশফেরত মূলত তাদের পরিবারের লোকজনই বেশি বেশি ওমিক্রনে আক্রান্ত হচ্ছে। তবে অন্যদেরও সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।’

আজ দিল্লির স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যের সঙ্গে রাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি বিবৃতি এসেছে। এতে জানা গেছে, ক্রমবর্ধমান ওমিক্রন সংক্রমণের তালিকায় শীর্ষে আছে দিল্লি। এখানে সর্বমোট ২৩৮ জন ওমিক্রন রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৫৭ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।
সূত্র : গালফ নিউজ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments