Tuesday, April 16, 2024
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিমহামারির সবচেয়ে ভয়াবহ পর্যায়ে প্রবেশ করছি

মহামারির সবচেয়ে ভয়াবহ পর্যায়ে প্রবেশ করছি

বিল গেটসের সতর্কতা

মাইক্রোসফটের সহ-উদ্যোক্তা বিল গেটস করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের দ্রুত বিস্তারে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ‘আমরা সম্ভবত করোনা মহামারির সবচেয়ে ভয়াবহ পর্যায়ে প্রবেশ করছি।’ বড়দিনের উৎসব উদযাপনের ব্যাপারে সতর্ক করে দিয়ে গেটস জানান, তিনি নিজেও এই ছুটির সময়ের বেশির ভাগ পরিকল্পনা বাতিল করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেওয়া মঙ্গলবারের টানা কয়েকটি পোস্টে গেটস ওমিক্রনের ব্যাপারে সতর্কতা উচ্চারণ করেন। তিনি জানান, তাঁর ঘনিষ্ঠ বন্ধুরা একের পর এক করোনায় আক্রান্ত হচ্ছেন। টুইটে গেটস বিশেষ করে ওমিক্রনের পুনঃ সংক্রমণের হার এবং এ ধরনটি সম্পর্কে খুব কম জানার বিপদের ওপর জোর দেন। তিনি আরো বলেন, ‘ইতিহাসের যেকোনো ভাইরাসের চেয়ে দ্রুতগতিতে ছড়াচ্ছে ওমিক্রন। শিগগিরই তা বিশ্বের প্রতিটি দেশে ছড়িয়ে পড়বে।’ 

পরের আরেকটি টুইটে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বলেন, ‘বড় অজানা বিষয়টা হচ্ছে ওমিক্রন মানুষকে কতটা অসুস্থ করতে পারে। এটা ডেল্টার তুলনায় অর্ধেকও মারাত্মক হলে এ পর্যন্ত দেখা সবচেয়ে খারাপ অবস্থা হবে, কারণ ওমিক্রন খুবই বেশি সংক্রামক।’

গেটসের দেশ যুক্তরাষ্ট্রে ওমিক্রন ধরন বিদ্যুত্গতিতে বেড়ে চলার মধ্যে তাঁর এই সতর্কতা এলো। দেশটিতে মাত্র এক সপ্তাহের মধ্যে করোনা মোট ভাইরাস সংক্রমণের মধ্যে ওমিক্রন ধরনের হার ৩ থেকে ৭৩ শতাংশে উঠে গেছে।

বিল গেটস মাস্ক পরা, বড় জমায়েত এড়ানো ও টিকা নেওয়ার জন্য জনসাধারণের প্রতি আকুল আবেদন জানান।

সর্বশেষ ইতিবাচক বার্তা দিয়ে গেটস বলেন, ‘ওমিক্রন খুব দ্রুত ছড়ায় বলে কোনো দেশে এটি প্রাধান্য বিস্তার করলে তার ঢেউ তিন মাসেরও কম সময় থাকবে।’ তিনি বলেন, ‘এটা সারাজীবন এমন থাকতে পারে না। একদিন না একদিন এর অবসান ঘটবে। আমরা যত ভালোভাবে একে অন্যকে সহায়তা করব সে দিনটি তত তাড়াতাড়ি আসবে।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments