Saturday, July 27, 2024
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিভারত সরকারের অনৈতিক আবদারের বিরুদ্ধে টুইটারের মামলা

ভারত সরকারের অনৈতিক আবদারের বিরুদ্ধে টুইটারের মামলা

অ্যাকাউন্ট থেকে টুইট সরানোর ভারত সরকারের নির্দেশ নিয়ে বিপাকে পড়েছে টুইটার। ভারত সরকারের এসব নির্দেশের বিরুদ্ধে টুইটার মামলা করেছে কর্ণাটকের উচ্চ আদালতে। মামলায় জানানো হয়েছে, ভারত সরকার ক্ষমতার অপব্যবহার করে বেশ কয়েকটি টুইট সরিয়ে ফেলেছে। এর মধ্যে বেশ কিছু টুইট ছিল বিরোধী দলের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে পোস্ট করা।

শুধু তা-ই নয়, নির্দেশ না মানলে ভারতে টুইটারের চিফ কমপ্লায়েন্স অফিসারের বিরুদ্ধে অপরাধমূলক মামলা ঠুকে দেওয়ারও হুমকি দেওয়া হয়। ভারত সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে সমালোচনা করে কোনো লেখা পোস্ট করলে অ্যাকাউন্ট ব্লক বা টুইট সরাতে বলা হতো।

দেড় বছর ধরে টুইটারকে এসব নির্দেশ দিয়ে আসছিল ভারত সরকার। সর্বশেষ গত জুনে এক চিঠি পাঠানো হয় টুইটারের কাছে। সেখানে বলা হয়, অ্যাকাউন্ট ব্লকের নির্দেশ মেনে নেওয়ার শেষ সুযোগ এটা। এই চিঠি পাওয়ার পরই ভারত সরকারকে আইনি চ্যালেঞ্জ ছুড়ে দেয় টুইটার।                         

সূত্র : বিবিসি

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments