Friday, July 26, 2024
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিব্রডব্যান্ড ইন্টারনেটের গ্রাহক বেড়েছে

ব্রডব্যান্ড ইন্টারনেটের গ্রাহক বেড়েছে

দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা-বিটিআরসির সদ্য প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। তিন মাস পর পর আপডেট হওয়া এই হিসাবে ডিসেম্বরে ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহক দাঁড়িয়েছে এক কোটি ৯০ হাজার। সেপ্টেম্বরে ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহক সংখ্যা ছিল এক কোটি সাত হাজার।

সেই হিসাবে এ সময় ২০ হাজার নতুন গ্রাহক পেয়েছে ব্রডব্যান্ড অপারেটররা।

এদিকে দুই মাসের ব্যবধানে ৫৩ লাখ ৮০ হাজার ইন্টারনেট গ্রাহক হারিয়েছে মোবাইল ফোন অপারেটরগুলো। বিটিআরসির তথ্য অনুযায়ী, ২০২১ সালের ডিসেম্বরে ২৮ লাখ এবং নভেম্বরে ২৫ লাখ ৮০ হাজার ইন্টারনেট গ্রাহক কমেছে মোবাইল ফোন অপারেটরদের। বিটিআরসির হিসাব বলছে, ২০২১ সালের ডিসেম্বরে দেশের মোবাইল ইন্টারনেট গ্রাহক দাঁড়িয়েছে ১১ কোটি ৩৭ লাখ ৩০ হাজার। নভেম্বরে এই সংখ্যা ছিল ১১ কোটি ৬৫ লাখ ৩০ হাজার। আর অক্টোবরে ছিল ১১ কোটি ৯১ লাখ ১০ হাজার। সর্বশেষ অক্টোবরে মোবাইল অপারেটদের ইন্টারনেট গ্রাহক সংখ্যা বেড়েছিল। মাসটিতে চার লাখ গ্রাহক পেয়েছিল অপারেটরগুলো। সেপ্টেম্বরে ১১ কোটি ৮৭ লাখ ১০ হাজার মোবাইল ইন্টারনেট গ্রাহক ছিল মোবাইল অপারেটরগুলোর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments