Friday, March 29, 2024
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিসৌরঝড়ের দাপটে বিপুল ক্ষতির মুখে এলন মাস্ক

সৌরঝড়ের দাপটে বিপুল ক্ষতির মুখে এলন মাস্ক

পৃথিবীর বায়ুমণ্ডলে ধ্বংস হওয়ার পথে রয়েছে স্পেসএক্সের স্টারলিংক প্রকল্পের ৪০টি স্যাটেলাইট। ভূ-চৌম্বকীয় ঝড়ের মুখে কার্যক্ষমতা হারিয়েছে এগুলো। সম্প্রতি স্টারলিংক প্রকল্পের অংশ হিসেবে ফ্যালকন ৯ রকেটে আরো ৪৯টি ছোট ছোট স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছিল স্পেসএক্স। এতে বিপুল আর্থিক ক্ষতির মুখে স্পেসএক্স।

তবে বাণিজ্যিকভাবে মহাকাশ গবেষণা শুরু করা এলন মাস্কের সংস্থা এই ক্ষতি আপাতত মেনে নিচ্ছে। মঙ্গলবার স্পেসএক্সের পক্ষ থেকে এই খবর জানানো হয়। গত সপ্তাহে আমেরিকার কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন-৯ রকেটে করে ৪৯টি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছিল পৃথিবীর কক্ষপথে। ফ্যালকন-৯-এর নানা শ্রেণির রকেটই সাধারণত ব্যবহার করে থাকে স্পেসএক্স। লক্ষ্য ছিল, পৃথিবীর কক্ষপথের ২১০ কিলোমিটার পর্যন্ত এই স্যাটেলাইটগুলোকে স্থাপন করে নানা তথ্য পাওয়া।   সূত্র : সিনেট।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments