Friday, July 26, 2024
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিবাংলা ফন্ট ইনস্টল করার উপায়

বাংলা ফন্ট ইনস্টল করার উপায়

বাংলা লেখাগুলোকে আরও আকর্ষণীয় করে তুলতে বিভিন্ন স্টাইলিশ ফন্ট ব্যবহার করার প্রয়োজন পড়ে। আগে বাংলা লেখার জন্য তেমন ফন্ট না থাকলেও ধীরে ধীরে তা বাড়ছে। তৈরি হচ্ছে নিত্যনতুন ফন্ট। বর্তমানে কম্পিউটারে বাংলা লেখার বেশ কয়েকটি জনপ্রিয় ফন্ট রয়েছে। আজকের টিপসে জানাবো কীভাবে কম্পিউটারে বাংলা ফন্ট ইনস্টল করা যায়।

গুগলে সার্চ করে ওয়েবসাইট থেকে এসব ফন্ট ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন, তবে এসব ফন্ট ডাউনলোড করার পর কম্পিউটারে ইনস্টল করাও প্রয়োজন। বাংলা ফন্ট ডাউনলোড করার পর যদি ইনস্টল না করলে ব্যবহার করা যায় না।

যেভাবে ইনস্টল করতে হবে

প্রথম পদ্ধতি

১. প্রথমে ইন্টারনেট থেকে প্রয়োজনীয় ফন্ট ডাউনলোড করতে হবে। এরপর ফন্টটির ওপর মাউস রেখে ডাবল ক্লিক করতে হবে। তাতে ফন্টটির নতুন একটি স্ক্রিন আসবে।

২. যেখান থেকে ইনস্টল অপশনে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে তা।

দ্বিতীয় পদ্ধতি

স্টার্ট মেন্যু থেকে প্রথমে ‘run’ এ যেতে হবে। এরপর যেখান থেকে ‘fonts’ লিখে এন্টার দিতে হবে। তাতে ফন্টের একটি ফোল্ডার ওপেন হবে।

তারপর যে ফন্টটি ইনস্টল করতে হবে তা কপি করে পেস্ট করে দিতে হবে। এতেই ফন্টটি ইনস্টল হয়ে যাবে। আর তা ইনস্টল হলেই মাইক্রোসফট অফিস, ফটোশপসহ প্রয়োজনীয় সফটওয়্যারে সহজে ব্যবহার করা যাবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments