Sunday, June 23, 2024
spot_img
Homeবিনোদনফেব্রুয়ারিতে বিয়ের খবরটা জানাতে পারবো -আঁচল

ফেব্রুয়ারিতে বিয়ের খবরটা জানাতে পারবো -আঁচল

চলতি প্রজন্মের চিত্রনায়িকা আঁচল। বেশ কিছু দর্শকপ্রিয় ছবি উপহার দিয়েছেন তিনি। যদিও বর্তমানে কাজ কিছুটা কম করছেন। এদিকে এ নায়িকার নতুন বছর শুরু হয়েছে মিউজিক ভিডিও দিয়ে। চলতি মাসের প্রথম দিনটিতে ‘প্রেমের প্রসাদ’ শিরোনামের একটি গানের ভিডিও প্রকাশ হয়। এতে দেখা মেলে এ গ্লামার কন্যাকে। গানটিতে কণ্ঠ দিয়েছেন সৈয়দ অমি। এটির কথা লিখেছেন সৈয়দ অমি ও মাসুদ আহমেদ।সুর করেছেন সৈয়দ অমি নিজেই।

সংগীত পরিচালনা করেছেন বিয়েল আশিক। কেমন সাড়া মিলছে কাজটি থেকে? আঁচল বলেন, সচরাচর গানের মডেল আমি হই না। খুব ভালো মনে হলেই হই। এর আগেও অমির একটি গানের মডেল হয়েছিলাম। এই মিউজিক ভিডিওটিতে ভিন্নতা ছিল, তাই কাজ করেছি। নতুন বছরটি নতুন কিছু দিয়ে শুরু করার পরিকল্পনা ছিল। সেই ভাবনা থেকেই এ গানে কাজ করা। এদিকে এ অভিনেত্রীর হাতে রয়েছে ‘এক পশলা বৃষ্টি’ ও ‘চাঁদনী’ শিরোনামে দুটি নতুন সিনেমা। খুব শিগগিরই এগুলোর শুটিং শুরু হবে। এরমধ্যে ‘চাঁদনী’ ছবিটি পরিচালনা করবেন রায়হান মুজিব।

অন্যদিকে মনতাজুর রহমান আকবরের ‘আয়না’ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন এ নায়িকা। সেটিও মুক্তির অপেক্ষায় রয়েছে। এ ছবি নিয়ে প্রত্যাশা কেমন? আঁচল বলেন, ছবিটির মুখ্য ভূমিকায় কাজ করেছি। আর মনতাজুর রহমান আকবর পরিচালক হিসেবে কেমন সেটা বলার অপেক্ষা রাখে না। ছবিটি নিয়ে প্রত্যাশাও অনেক। আশা করছি দর্শকও পছন্দ করবেন। এদিকে এরমধ্যে এ নায়িকা শেষ করেছেন ‘কাছের ছেলে’ নামক সিনেমা। অন্যদিকে ইয়াসির আরাফাত জুয়েলের ওয়েব ফিল্ম ‘চিৎকার’, মিজানুর রহমান লাবুর ‘যমজ ভূতের গল্প’, ফরিদুর হাসানের ‘কর্পোরেট’ ও মিজানুর রহমানের ‘রাগী’র শুটিং করেছেন। বেশ কিছু সিনেমার পাশাপাশি ওয়েবেও কাজ করেছেন তিনি। এ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা কেমন? আঁচলের উত্তর- খুব ভালো।

ওয়েব নতুন মাধ্যম। এখন ওটিটিতে অনেক ভালো কাজ হচ্ছে। এই ধারায় আমাদের অভ্যস্ত হতে হবে। সেদিক থেকে বলবো ভালো কাজ হলে আমিও ওয়েবের কাজগুলো করতে আগ্রহী। নতুন বছরের পরিকল্পনা কী? আঁচলের ভাষ্য- বিয়ের শুভ কাজটা দ্রুত সারতে চাই। ইচ্ছে আছে ফেব্রুয়ারিতে সবাইকে বিয়ের খবরটা জানাতে পারবো। আল্লাহ সহায় থাকলে আর আপনাদের সবার দোয়া নিয়ে নতুন বছরটি সুন্দর, সুস্থভাবে কাটাতে চাই। প্রসঙ্গত, গত বছর গুঞ্জন উঠে আঁচল চুপিচুপি বাগদান সেরেছেন গায়ক সৈয়দ অমির সঙ্গে। তবে সে সময়ে এ নায়িকা জানান, বাগদান কিংবা বিয়ে কোনোটি হয়নি। আমরা সম্পর্কে আছি। তবে পারিবারিকভাবে কথা হয়ে আছে, আমরা দুজন বিয়ে করব। ‘জান রে’ শিরোনামের একটি গানের ভিডিও চিত্রে অভিনয় করতে গিয়ে সেই গানের গায়ক সৈয়দ অমির সঙ্গে পরিচয়। গানটি মুক্তির পর দুজনের সেই সম্পর্ক প্রেমে রূপ নেয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments