Friday, July 26, 2024
spot_img
Homeসাহিত্যপ্রবাসে বিমর্ষ রাত

প্রবাসে বিমর্ষ রাত

আজ বছরের পহেলা রাত
করোনার তাণ্ডব চারিদিক,
কোথাও কপোত-কপোতীর অট্টহাসি
কিংবা চুম্বনের কোন দেখা নেই।
জনমানব নেই, নেই পুলিশের হুইসেল
তবুও আমি হাঁটছি, হেঁটে চলছি দিগ্বিদিক,
পরিবেশে বরফের বার্তা থাকলেও
তার কোনো দেখা নেই, নেই শীতের প্রকটতা।
আজ আমার এক অনন্য রাত
রাজা, সেনা-সৈন্য নেই, নেই আরো গোলাবারুদ,
কোনো অস্ত্রধারী সন্ত্রাসীর ভয় নেই
প্রিয়তমার হাত ধরে চলার অবকাশ নেই,
নেই আরও জন্মভূমির সবুজ সমাগম
তবুও আমি হেঁটে চলছি।
আজ বিষণ্ন ভগ্নহৃদয়ে টালমাটাল 
চারিদিকে এত আলোকপাত,
তবুও কোথাও একটু সত্যের আলিঙ্গন নেই
শুধু পড়ে আছে ভিঞ্চির আঁকা মোনালিসা,
শতাব্দীর সাক্ষী আছে শুধু বিজয়ী আইফেল
আর বিমর্ষ রাতে নিশাচর এক ফেরিওয়ালা।
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments