Friday, July 26, 2024
spot_img
Homeসাহিত্যপ্রদীপ মাহবুবের কয়েকটি কবিতা

প্রদীপ মাহবুবের কয়েকটি কবিতা

১. সংসার

javascript:false

যদি সাধ্য হয়!
কোনো একদিন-
সমুদ্রের গহীনে
এক টুকরো জমি কিনে সাজাবো স্বপ্নের সংসার।
তবে
কোনো মানুষ, এঞ্জেল কিংবা এলিয়েনের সাথে নয়,
স্করপিয়ন, পোকামাকড় আর বিষাক্ত সাপের সাথে
কাটাবো বাকিটা জীবন।

২. তুমি ও সমুদ্র

তুমি সমুদ্রে ভেজো,
সমুদ্র কি তোমাতে ভিজে?
তুমি কখনও বিষণ্ন হলে
সমুদ্রের বুকে মাথা রাখো।
আচ্ছা, সমুদ্র কি কখনও বিষণ্ন হয়?
সমুদ্র কি তোমার বুকে মাথা রাখে?
তুমি একাকী হলে,
সমুদ্রের বিশাল আকাশে আশ্রয় খোঁজো,
সমুদ্র কি তোমার আকাশে আছড়ে পড়ে?
হৃৎপিণ্ডে রক্তক্ষরণ হলে,
তুমি সমুদ্রের নীলজলে অশ্রুপাত করো, অবিরাম-
সমুদ্রের কী কখনও রক্তক্ষরণ হয়”।
তুমি স্বার্থপর হলে,
নিজেকে গুছিয়ে নাও, তোমার মতো।
সমুদ্র কি কখনও স্বার্থপর হয়।
তুমি প্রেমে উতলা হও
অতীত-বর্তমান-ভবিষ্যতের ভাবনা ভেবে,
সমুদ্র কি তোমার মতোই উতলা হয়?

৩. একাকিত্বের সমুদ্রবিলাস

সহস্র মাইল দূর হতে
সমুদ্রের বুকে কান পেতে শুনেছি
তোমার আগমনের পদধ্বনি।
ধূলিকণায় বিছানো সমুদ্রের শয্যায়
তোমার পরম স্পর্শ
চাঁদের বুকে কাঁপন ধরিয়ে
নেমে এসেছে এই অশান্ত বুকে।
স্নিগ্ধ নোনাজলে
তোমার সমুদ্র মানে
সূর্যরশ্মি শিহরিত হয়ে
আছড়ে পড়েছে আমার শিরা-উপশিরায়।
পড়ন্ত বিকেলে
নীল দিগন্তে
তোমার আনমনে দৃষ্টি
পাথরের কান্না থামিয়ে
ভর করছে এই হৃদয়ে:-
রংধনুময় সন্ধ্যায়
তোমার একাকিত্বের সমুদ্রবিলাস
গাংচিলদের একাকিত্ব বাড়িয়ে
আমার দুচোখে এনেছে জল!

৪. তোর ঠোঁটের নীল বিষে

আমি ব্ল্যাক মাম্বার মুখে চুমু খেয়ে
হাতের মুঠোয় পুরেছি এই মহাবিশ্ব,
আমি ব্ল্যাক মাম্বার মুখে চুমু খেয়ে
হাতের মুঠোয় পুরেছি এই মহাবিশ্ব,
আর-
তোর ঠোঁটের নীল বিষে
আমার হৃৎপিণ্ড মৃতপ্রায়
অসহায়, নিঃস্ব।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments