Friday, April 19, 2024
spot_img
Homeসাহিত্যশাহারুল ইসলাম সুজনের তিনটি ছড়া

শাহারুল ইসলাম সুজনের তিনটি ছড়া

বিজয়ের মাস

javascript:false

করতে দখল আমার এ দেশ
পাকহানাদার যত,
লোভীর বেশে এলো ছুটে
পিপীলিকার মতো।

আপন মতে করত শাসন
মানবতা রুখে,
নির্বিচারে মারত মানুষ
ছুঁড়ত বুলেট বুকে।

নির্যাতনের শিকার হতো
বৃদ্ধ যুবক নারী,
পাপাচারে বাংলা তখন
উঠল হয়ে ভারী।

আমরা তো ভাই বীরের জাতি
সকল কাজের কাজি,
শপথ নিলাম করব বিদায়
পাকসেনাদের পাজি।

এক হয়ে দৃঢ় পণে
সাহস নিয়ে মনে,
একাত্তরের লগ্নে সবে
গেলাম রণাঙ্গনে।

হাতের মুঠোয় জীবন রেখে
লড়েছি নয় মাস,
দেশের মায়ায় বন্ধ হলো
লক্ষ ভাইয়ের শ্বাস।

মোদের কাছে হার মেনে যায়
পাকসেনাদের দল,
লাল সবুজের স্বাধীন নিশান
ঘুচল চোখের জল।

বিজয়ের এ মাসটি হলো
ইতিহাসের তাজ,
সালাম তাঁদের, যাঁদের ত্যাগে
স্বাধীন মোরা আজ।

****

এই পতাকা

লাল সবুজের এই পতাকা
জন্ম থেকেই চেনা,
এই পতাকা লাখ শহীদের
রক্ত দিয়ে কেনা।

এই পতাকা মা ও বোনের
সহায় বিসর্জন,
এই পতাকা নয়টি মাসের
দৃঢ় মুক্তিপণ।

এই পতাকা বীর বাঙালির
জাতীয় পরিচয়,
এই পতাকা বাংলাদেশের
ঐতিহাসিক জয়।

এই পতাকা সবুজ শ্যামল
সোনার প্রকৃতি,
এই পতাকাই লড়ে পাওয়া
স্বাধীনতার স্মৃতি।

এই পতাকার লাল টুকটুক
দীপ্ত অরুণ হাসি,
এই পতাকা প্রাণের প্রিয়
অনেক ভালোবাসি।

****

বাংলাদেশ

সবুজ-শ্যামল স্বর্গ মহল
সব দেশেরই সেরা,
শান্তি ছায়ায় আবেগ মায়ায়
তোমার বাঁধন ঘেরা।

তোমায় নিয়ে স্বপ্ন হাজার
লক্ষ কোটি গানে,
তোমার রূপে মুগ্ধ হয়ে
খুশি জাগে প্রাণে।

তোমার জন্য মনকাননে
হাজার ইচ্ছেমালা,
তোমায় ভেবে ভুলি আমি
সকল দুঃখ-জ্বালা।

তোমার ছোঁয়া এই আমাকে
মায়ার ডোরে বাঁধে,
ভুলতে তোমায় পারি না তো
মনটা শুধুই কাঁদে।

ওগো আমার জন্মভূমি
প্রিয় বাংলাদেশ,
তোমার কোলে জন্ম নিয়ে
সুখে আছি বেশ।

ছড়াকার: শিক্ষার্থী, কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়, নেপাল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments