Saturday, July 27, 2024
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিপরিবর্তন আসছে ফেসবুক ইনস্টাগ্রামে

পরিবর্তন আসছে ফেসবুক ইনস্টাগ্রামে

ফেসবুক এবং ইনস্টাগ্রামের গোপনীয়তা নীতিমালায় (প্রাইভেসি পলিসি) পরিবর্তন করছে মেটা। আসছে ২৬ জুলাই থেকে পরিবর্তনগুলো কার্যকর হবে। তবে হোয়াটসঅ্যাপ এ পরিবর্তনের আওতায় পড়েনি। ব্যবহারকারীরা কীভাবে তাদের তথ্য নিয়ন্ত্রণ করতে পারবে সে বিষয়ে দুটি পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন পরিবর্তনের ফলে পোস্টগুলো কে দেখতে পাবে সে বিষয়ে ব্যবহারকারীরা আরও বেশি নিয়ন্ত্রণ আরোপ করতে পারবে। মেটার প্রধান প্রাইভেসি অফিসার মিশেল জানিয়েছেন, কোম্পানিটি কখন ব্যবহারকারীর অ্যাকাউন্ট নিষ্ক্রিয় অথবা বাতিল করে দেওয়ার অধিকার পাবে তাও থাকছে নতুন নীতিমালায়। মেটার পক্ষ থেকে এও বলা হয়েছে যে, ‘যারা এই পরিবর্তন মেনে নিতে পারবেন না, তারা অনায়াসে আমাদের ছেড়ে যেতে পারবেন।’ তবে, ব্যবহারকারীদের তথ্য ব্যবস্থাপনা এবং নিরাপদে রাখা নিয়ে বিভিন্ন দেশের নীতিরির্ধারকদের দিক থেকে ব্যাপক চাপের মুখে রয়েছে মেটা। এ কারণেই নীতিমালা পরিবর্তন করছে মেটা, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments