Saturday, July 27, 2024
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিনিউক্লিয়ার ফিউশন পরীক্ষায় বড় অগ্রগতির ঘোষণা যুক্তরাষ্ট্রের

নিউক্লিয়ার ফিউশন পরীক্ষায় বড় অগ্রগতির ঘোষণা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের লরেন্স লিভারমোর ন্যাশনাল ল্যাবরেটরির গবেষকরা নিউক্লিয়ার ফিউশান পরীক্ষায় বড় অগ্রগতি অর্জন করেছেন।

মার্কিন জ্বালানি মন্ত্রণালয় গতকাল (মঙ্গলবার) এ তথ্য জানিয়ে বলেছে, এ সাফল্য ভবিষ্যতে জাতীয় প্রতিরক্ষা ও পরিচ্ছন্ন শক্তি বিকাশের ভিত্তি স্থাপন করবে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত ৫ ডিসেম্বর গবেষকরা লরেন্স লিভারমোর ন্যাশনাল ল্যাবরেটরির ‘ন্যাশনাল ইগনিশন এক্সপেরিমেন্ট ফ্যাসিলিটি’-তে প্রথমবারের মতো নিয়ন্ত্রণযোগ্য পারমাণবিক ফিউশন পরীক্ষা পরিচালনা করেন।

তবে, আবাসিক এলাকা ও বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের জন্য, এ প্রযুক্তি ব্যবহার করে সুবিধাজনক ও সাশ্রয়ী মূল্যের বিদ্যুত উৎপাদন সম্ভব করতে, আরও উন্নত বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন রয়েছে। সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments