Friday, March 29, 2024
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিমহাকাশে চীনের শেনচৌ-১৫ নভোচারীদের আধা মাস

মহাকাশে চীনের শেনচৌ-১৫ নভোচারীদের আধা মাস

১৪ ডিসেম্বর পর্যন্ত, মহাকাশে চীনের শেনচৌ-১৫ নভোচারীদের, আধা মাস কেটে গেছে।

ছবিতে দেখা যাচ্ছে তাদেরকে মেংথিয়ান মহাকাশ-গবেষণাগারে কাজ করতে। নভোচারীরা মহাকাশে দ্রুত খাপ খাইয়ে নিয়েছেন।

শেনচৌ-১৫ নভোচারীরা মহাকাশকেন্দ্রে অবস্থানকালে বিভিন্ন কাজ আঞ্জাম দেবেন। এসব কাজের মধ্যে থাকবে বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণাকাজ পরিচালনা করা; কেন্দ্রের তিনটি কেবিনের আবাসিক অবস্থা যাচাই করা; ১৫টি পরীক্ষা-কেবিনের আনলকিং, ইনস্টলেশন ও পরীক্ষা সম্পন্ন করা; ইত্যাদি

মহাকাশকেন্দ্রে ৬ মাস অবস্থানকালে তারা কয়েক দফায় মহাশূন্যে পদচারণা করবেন এবং পৃথিবীর শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাসও নেবেন। সূত্র: সিনহুয়া।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments