Friday, July 26, 2024
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিদুই লাখ প্রি-অর্ডার পেয়েছে নাথিং কম্পানি

দুই লাখ প্রি-অর্ডার পেয়েছে নাথিং কম্পানি

নতুন ডিজাইনের ফোন নাথিং ফোন ওয়ান বাজারে এনেছে যুক্তরাজ্যের কম্পানি নাথিং। কম্পানিটি খুলেছেন ওয়ানপ্লাসের সহপ্রতিষ্ঠাতা কার্ল পেই। তাঁর কম্পানির প্রথম ফোন নাথিং ফোন ওয়ান দেখতে বেশ অন্য রকম। মেটাল বা প্লাস্টিকের বদলে গরিলা গ্লাস ৫ ব্যবহার করায় পেছনের দিকের সব যন্ত্রাংশ, ক্যামেরা, এলইডি লাইট ও চার্জিং কয়েল স্পষ্ট দেখা যায়।

রিংটোন বাজলে বা নোটিফিকেশন এলে এলইডি লাইট জ্বলে উঠবে। ইউএসবি কেবল যুক্ত করলেও এতে আলো দেখা যাবে। ফোনটিতে চার্জ থাকবে ১৮ ঘণ্টা। পুরোপুরিভাবে চার্জ হতে সময় নেবে ৭০ মিনিট। এর ব্যাটারির শক্তি ৪৫০০ এমএএইচ, যা সমর্থন করবে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি। এতে আছে ৫০ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা। সেলফি তোলার জন্য আছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা। এখন পর্যন্ত ফোনটির জন্য দুই লাখ প্রি-অর্ডার পেয়েছে নাথিং। ফোনটি তৈরি করা হয়েছে রিসাইকলড অ্যালুমিনিয়াম ও প্লাস্টিক দিয়ে। ফোনটির দাম ৪৭৬ ডলার। বিশ্বের ৪০টি দেশে এটি পাওয়া যাবে। বিক্রি শুরু হবে শনিবার। পাওয়া যাবে কালো ও সাদা রঙে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments