Tuesday, April 16, 2024
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিআবারও ইনস্টাগ্রামের বিকল্প আনছে বাইটড্যান্স

আবারও ইনস্টাগ্রামের বিকল্প আনছে বাইটড্যান্স

টিকটকের মূল কম্পানি বাইটড্যান্স ইনস্টাগ্রামের মতো একটি ফটো শেয়ারিং অ্যাপ আনতে যাচ্ছে। কম বয়সী ব্যবহারকারীরা এখানে জীবনযাপনের টুকরো ছবি পোস্ট করতে পারবে। অ্যাপটির নাম হবে ‘কেসং’। এখন পর্যন্ত অ্যাপটি উন্মোচনের দিন-তারিখ ঠিক করা হয়নি।

চীনের বাজারে এরই মধ্যে ইনস্টাগ্রামের মতো একটি সামাজিক ই-কমার্স প্ল্যাটফরম আছে, নাম ‘শাওহাংসু’। প্রতি মাসে অ্যাপটির সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ২০ কোটি।

এবারই প্রথম নয়, এর আগেও তিনবার ইনস্টাগ্রামের আদলে অ্যাপ তৈরি করে বাইটড্যান্স। ‘শিনকাও’ আসে ২০১৮ সালে। পরের বছর আসে ‘জিন্টু’। তবে জনপ্রিয়তা না পাওয়ায় সেগুলো বন্ধ হয়ে যায়। লেমন ৮ নামের আরেকটি অ্যাপও চীনে জনপ্রিয়তা পেতে ব্যর্থ হয়। তবে জাপানে এবং দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোতে অ্যাপটি বেশ ভালো চলছে।    

 সূত্র : সাউথ চায়না মর্নিং পোস্ট

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments