Saturday, July 27, 2024
spot_img
Homeআন্তর্জাতিকদুই রুশ সেনাকে কারাদণ্ড দিল ইউক্রেন

দুই রুশ সেনাকে কারাদণ্ড দিল ইউক্রেন

যুদ্ধাপরাধের দায়ে দুই রুশ সেনাসদস্যকে সাড়ে ১১ বছর কারাদণ্ড দিয়েছে ইউক্রেনের কোতেলেভস্কার একটি আদালত।

খারকিভ থেকে গ্রেফতার হওয়া দুই সেনা সদস্যের নাম – আলেক্সান্দার বোবিকিন ও আলেক্সান্দার ইভানভ। বোবিকিন রাশিয়ার আর্টিলারি বাহিনীর একজন সাঁজোয়া যানের চালক এবং ইভানভ একজন গোলন্দাজ।

এই দু’জনের বিরুদ্ধে অভিযোগ, টানা গোলাবর্ষণের মাধ্যমে দেরহাচি শহরের স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছেন তারা।

তাদের সাজার রায় ঘোষণার সময় আদালতের বিচারক ইভেন বলিবক বলেন, ‘আসামিদের অপরাধ ইতোমধ্যে প্রমাণিত হওয়া এই দণ্ড দেওয়া হলো।’

আদালতে তোলার পর অভিযোগ স্বীকার করে দু’জনই বলেছেন, তার বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ পালন করেছেন মাত্র।

তাদের উকিলরাও এই যুক্তিই দেখিয়েছিলেন।  তারা বলেছিলেন, যেহেতু আসামিরা সচেতনভাবে নয়, বরং উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ পালনে গোলাবর্ষণ করেছেন, তাই তাদের আজীবন কারাবাসের সাজা দেওয়া হলে তা ন্যায়বিচারের পরিপন্থী হবে।

অন্যদিকে ইউক্রেনের রাষ্ট্রপক্ষের দাবি ছিল, এই দুই সেনা সদস্যকে আজীবন কারাবাসে নিক্ষেপ করা হোক। 

উল্লেখ্য, সপ্তাহ দুয়েক আগে ইউক্রেনের দ্বিতীয় প্রধান শহর খারকিভ সীমান্ত পেরিয়ে রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে যাওয়ার পথে গ্রেফতার হন  বোবিকিন ও ইভানভ।  

তথ্যসূত্র: রয়টার্স

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments