Monday, May 27, 2024
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিডাটা সেন্টারে নবায়নযোগ্য শক্তি ব্যবহার করবে গুগল ও মাইক্রোসফট

ডাটা সেন্টারে নবায়নযোগ্য শক্তি ব্যবহার করবে গুগল ও মাইক্রোসফট

পরিবেশে কার্বন নিঃসরণ কমাতে ডাটা সেন্টার চালানোর জন্য নবায়নযোগ্য শক্তি ব্যবহারে সম্মত হয়েছে গুগল ও মাইক্রোসফট। সর্বদা ডাটা সেন্টার চালু রাখতে প্রচুর পরিমাণে বিদ্যুৎ খরচ হয়। এতে পরিবেশে অধিক পরিমাণে কার্বন যুক্ত হয়। সম্প্রতি গুগল জানিয়েছে, ফরাসিভিত্তিক ইউটিলিটি কম্পানি এঞ্জির সঙ্গে পাওয়ার পারচেজ অ্যাগ্রিমেন্ট (পিপিএ) করেছে তারা।

সেটির আওতায় ১০০ মেগাওয়াট বিদ্যুৎ তারা পাবে নবায়নযোগ্য শক্তি থেকে। স্কটল্যান্ডের একটি উইন্ড ফার্ম থেকে এই বিদ্যুৎ উৎপন্ন হবে। এই বিদ্যুৎ যাবে যুক্তরাজ্যের ডাটা সেন্টারে। আগামী ২০৩০ সালের মধ্যে নিজেদের যুক্তরাজ্যের অফিস ও ক্লাউড সেবাভিত্তিক সেবা প্রদানে শুধু নবায়নযোগ্য শক্তি ব্যবহারের পরিকল্পনা গ্রহণ করেছে গুগল। আরেক টেক জায়ান্ট মাইক্রোসফটও গুগলের পথে হাঁটছে। পিপিএ চুক্তি তারাও করেছে। এটির মাধ্যমে আয়ারল্যান্ডের ডাটা সেন্টারগুলোতে ৯০০ মেগাওয়াটের নবায়নযোগ্য শক্তি থেকে উৎপাদিত বিদ্যুৎ সরবরাহ করবে মাইক্রোসফট। বিদ্যুৎ উৎপন্ন হবে উইন্ড ফার্ম এবং কয়েকটি সোলার প্ল্যান্ট থেকে। আগামী ২০২৫ সালের মধ্যে আয়ারল্যান্ডের ডাটা সেন্টারগুলোকে ১০০ শতাংশ কার্বনমুক্ত করতে চায় মাইক্রোসফট।    সূত্র : টেক স্পট

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments