Saturday, July 27, 2024
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিটুইটের আদলে লাইভ স্ট্রিমিং প্ল্যাটফরম আনছে মেটা

টুইটের আদলে লাইভ স্ট্রিমিং প্ল্যাটফরম আনছে মেটা

টুইটের আদলে লাইভ স্ট্রিমিং প্ল্যাটফরম ‘সুপার’ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে মেটা। প্ল্যাটফরমটি সম্পর্কে ইনফ্লুয়েন্সারদের বিস্তারিত জানাচ্ছে তারা। পরীক্ষামূলকভাবে সীমিতসংখ্যক ইনফ্লুয়েন্সার প্ল্যাটফরমটিতে  গুগল অ্যাকাউন্টের মাধ্যমে সাইন ইন করতে পারছেন। আপাতত ওয়েবসাইটটিতে ৩০ হাজারের বেশি ক্রিয়েটর সাইনআপ করেছেন।

কিছু ইনফ্লুয়েন্সারকে ৩০ মিনিটের জন্য তিন হাজার ডলার দেওয়া হচ্ছে। প্রবেশ করা যাচ্ছে এর ওয়েবসাইটেও। আপাতত ওয়েবসাইটটি মেটার ডেভেলপার টিম এনপিইর তত্ত্বাবধানে আছে। মেটার মুখপাত্র জানিয়েছেন, এটি হবে স্বতন্ত্র একটি সেবা। ফেসবুক বা ইনস্টাগ্রামের সঙ্গে এর কোনো সম্পর্ক থাকবে না। লাইভ গেম স্ট্রিমিংয়ের মাধ্যমে অর্থ আয় করতে পারবে ক্রিয়েটররা। দর্শকরা চাইলে পছন্দের ক্রিয়েটরের  কনটেন্ট দেখতে সাবস্ক্রাইবও করতে পারবেন। নির্দিষ্ট একটি সময় পর্যন্ত তাদের আয়ে ভাগ বসাবে না মেটা। এখন পর্যন্ত ‘সুপার’ প্ল্যাটফরমটি প্রাথমিক অবস্থায় আছে। কবে নাগাদ সবার জন্য উন্মুক্ত হবে তা জানা যায়নি। তবে কনটেন্ট ক্রিয়েটররা চাইলে ইমেইল অ্যাড্রেস দিয়ে রেজিস্টার করে আগেভাগেই প্ল্যাটফরমে প্রবেশের জন্য অনুমতি নিতে পারবেন।    সূত্র : গ্যাজেটস ৩৬০

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments