Saturday, July 27, 2024
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিটুইটারকর্মীদের সঙ্গে আলোচনায় বসবেন মাস্ক

টুইটারকর্মীদের সঙ্গে আলোচনায় বসবেন মাস্ক

টুইটার কেনার চুক্তি করার পর প্রথমবারের মতো এর কর্মীদের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন ইলন মাস্ক। আলোচনায় টুইটারকর্মীরা মাস্ককে সরাসরি প্রশ্ন করার সুযোগ পাবেন। সোমবার বিষয়টি সম্পর্কে কর্মীদের কাছে  মেইল পাঠিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী পরাগ আগারওয়াল। মেইলে তিনি আরো জানান, কর্মীরা চাইলে আগেভাগে প্রশ্ন পাঠাতে পারেন।

চলতি সপ্তাহের শেষ দিকে মাস্ক ও টুইটারকর্মীদের মধ্যে আলোচনা হতে পারে।

টুইটারের কর্মীদের সঙ্গে বৈঠকে বসতে চাইলেও টুইটার কেনার চুক্তি নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। টুইটারে কী পরিমাণ ভুয়া অ্যাকাউন্ট রয়েছে তা না জেনে টুইটার কিনবেন না বলে জানিয়েছেন মাস্ক। গত সোমবার আইনজীবীর মাধ্যমে টুইটারে পাঠানো এক চিঠিতে তিনি এ কথা জানান।

এদিকে বাজার বিশ্লেষকদের মতে, টুইটারের দাম কমিয়ে আনতেই ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা নিয়ে কথা বলছেন মাস্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে কথা বলাটা স্বাভাবিক নয়। টুইটার কেনার বিষয়টি যে গুরুত্বসহকারে নিয়েছেন সেটি প্রমাণে ব্যর্থ হয়েছেন মাস্ক।

গত ২৫ এপ্রিল চার হাজার ৪০০ কোটি ডলারে টুইটার কিনে নেওয়ার ঘোষণা দেন ইলন মাস্ক। টুইটার কেনার পুরো প্রক্রিয়া শেষ হওয়ার আগেই গত মাসে চুক্তি স্থগিত করেন তিনি। সূত্র : বিবিসি

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments