Saturday, July 27, 2024
spot_img
Homeআন্তর্জাতিকচীনের সাথে বিরোধপূর্ণ রাজ্যে যুক্তরাষ্ট্রের সাথে সামরিক মহড়া চালাবে ভারত

চীনের সাথে বিরোধপূর্ণ রাজ্যে যুক্তরাষ্ট্রের সাথে সামরিক মহড়া চালাবে ভারত

চীনের সাথে সীমান্ত বিরোধ রয়েছে নিজেদের এমন একটি রাজ্যে যুক্তরাষ্ট্রের সাথে সামরিক মহড়া চালাবে ভারত। দেশটির উত্তরাঞ্চলের রাজ্য উত্তরাখণ্ডে যুক্তরাষ্ট্রের সাথে চলতি মাসেই ওই বার্ষিক যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হবে বলে ভারত সরকার মঙ্গলবার তথ্য ব্যুরোর ওয়েবসাইটে ঘোষণা দিয়ে জানিয়েছে।

ওই ঘোষণায় বলা হয়- মাঠ পর্যায়ের প্রশিক্ষণ কর্মসূচীর সুযোগের মধ্যে অভিযানের রসদ সরবরাহ বৈধতা, পর্বত যুদ্ধের দক্ষতা, হতাহতদের সরিয়ে নেয়া এবং প্রতিকূল ভূমি বিন্যাস ও জলবায়ু পরিস্থিতিতে সংঘাত চলা অবস্থায় চিকিৎসা সহায়তা প্রদান অন্তর্ভুক্ত রয়েছে।

এনএইচকে ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়- ভারত ও চীনের মধ্যে বহুদিন ধরেই ভূখণ্ডগত বিরোধ চলছে। ২০২০ সালে দুই দেশের মধ্যে সংঘাত চলাকালে উভয় পক্ষের সেনাবাহিনীর মধ্যে হতাহতের ঘটনা ঘটেছিল।

প্রতিবেদনে বলা হয়- ভারত সম্ভবত চীনের ক্রমবর্ধমান সামুদ্রিক তৎপরতা মোকাবিলায় নিজেদের নৌবাহিনীর সামর্থ্য জোরদার করতেও কাজ করছে। প্রশান্ত মহাসাগরে মঙ্গলবার শেষ হওয়া জাপানের কাছে অনুষ্ঠিত যৌথ মহড়ায় ভারতের নৌবাহিনী অংশ নিয়েছিল। জাপানের নৌ আত্মরক্ষা বাহিনীর পাশাপাশি যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ার নৌবাহিনীও ওই মহড়ায় অংশ নিয়েছিল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments