Saturday, July 27, 2024
spot_img
Homeসাহিত্যএকদিন খোকা

একদিন খোকা

আকাশে কালো মেঘের খেলা
সাগরে উত্তাল জোয়ার নেশা,
তাই দেখে ভাসালে কেন ভেলা
আর কতদিন রইবে তুই বোকা?
——–খোকা
তোর কথা ভাবনায় আসে যখন
চোখের পলক দূরে হারায় তখন,
অজানা চিন্তার ভাঁজ নানা দলন
মনের ভিতর দানা বাঁধে এখন।
———খোকা
ছোট্টবেলা হারা বাবা ছিলাম যখন
মুখের ভাসন্ত চাপ লাগতো আপন,
চিলেকোঠের উল্টো নীলে পেখম
মনের ভিতর এতো আগুন জখম।
———খোকা
কিসের নেশায় কিসের আশায়
স্বপ্নগুলো পুড়িয়ে দিয়ে কাঁদায়,
দুদিনে বদলি গিয়ে নি:স্ব বেলায়
ভ্রষ্ট মৃত্তিকায় নিজ অস্তিত্ব ডুবায়।
———খোকা
আয় ফিরে মোর অবুঝ খোকা
বুকের ভিতর আগলে স্বর্গ রাখা,
জানতে যদি চাইতে ব্যথা মাখা
চোখের জলে পুড়ানো শত বাধা।
———খোকা
খোকারে তোর মনন জোড়া কেমন
ক্ষমার চোখে মোদের এক-ই মিলন,
মরে গেলে কবর দিবে আমায় যখন
স্মৃতি আঁকড়ে সেথায় খুঁজবি তখন!
———-খোকা
দুনিয়া মোহমায়া বুঝবে তুমি সেদিন
নি:স্ব হয়ে ঘুরে ঘুরে ক্লান্ত হবে যেদিন,
কবরেতে বাবার দেহ আছে শতদিন
আমিও বাবার মতো হারাবো একদিন।
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments