Saturday, July 27, 2024
spot_img
Homeআন্তর্জাতিকইউক্রেনের সেভেরোদোনেস্কে প্রতি ঘণ্টায় বদলাচ্ছে যুদ্ধ পরিস্থিতি

ইউক্রেনের সেভেরোদোনেস্কে প্রতি ঘণ্টায় বদলাচ্ছে যুদ্ধ পরিস্থিতি

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বৃহত্তম শহর সেভেরোদোনেস্কের যুদ্ধ পরিস্থিতির রূপ ঘন ঘন বদলাচ্ছে। গত সপ্তাহে শহরের প্রায় ৮০ শতাংশ শত্রুপক্ষের হাতে চলে যাওয়ার খবর মিললেও পরে স্থানীয় কর্তৃপক্ষ জানায়, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা পুনর্দখলে নিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। প্রতি ঘণ্টায় যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি পাল্টাচ্ছে বলে মঙ্গলবার জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি নিয়মিত ভিডিও বার্তার অংশ হিসেবে গতকাল সোমবার বলেন, ‘আমাদের বীরেরা সেভেরোদোনেস্কে নিজেদের অবস্থান ধরে রাখছেন।

শহরের রাস্তায় রাস্তায় তীব্র লড়াই চলছে। ’

এ ছাড়া শহরের মেয়র ওলেক্সান্দর স্ত্রিয়াক সোমবার বলেন, ‘পরিস্থিতি প্রতি মুহূর্তে বদলাচ্ছে। তবে হামলা ঠেকানোর মতো যথেষ্ট সেনা ও সংস্থান আমাদের আছে। ’

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর প্রথম দিকেই রাজধানী কিয়েভ দখলে মনোযোগ দেয় রাশিয়া। সেই চেষ্টায় বারবার ব্যর্থ হওয়ার পর দেশটির পূর্ব ও দক্ষিণাঞ্চলে পূর্ণ দখল নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করে রুশ বাহিনী। সেই লক্ষ্য অর্জনের অংশ হিসেবে রুশ ভাষাভাষী অধ্যুষিত ওই অঞ্চলে হামলার তীব্রতা বাড়ানো হয়। এরই মধ্যে ওই অঞ্চলের অনেকটা রুশ বাহিনীর দখলে। বর্তমানে সেভেরোদোনেস্ক ও এর আশপাশের অঞ্চলে তীব্র লড়াই চলছে।

আরেক রুশ জেনারেলের মৃত্যু : ইউক্রেনে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতা দেনিস পুশিলিন মঙ্গলবার এক রুশ জেনারেলের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। মেজর জেনারেল রোমান কুতুজভের মৃত্যুর তথ্য অবশ্য আগেই জানান এক রুশ সাংবাদিক। তবে ক্রেমলিনের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি। রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতা পুশিলিন গতকাল মেজর জেনারেল কুতুজভের মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। অবশ্য কখন কিভাবে ওই সেনা কর্মকর্তার মৃত্যু হয়েছে, তা জানা যায়নি।  

ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত রাশিয়া বেশ কয়েক ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাকে হারিয়েছে, যদিও সঠিক সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।

সূত্র : এএফপি

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments