Saturday, July 27, 2024
spot_img
Homeখেলাধুলাআমার কাছে তেল নেই, গ্যাসেই কাজ চালাতে হবে: সাকিব

আমার কাছে তেল নেই, গ্যাসেই কাজ চালাতে হবে: সাকিব

এশিয়া কাপের গত দুই আসরেই ফাইনালে খেলেছে বাংলাদেশ। তবে ছন্দহীন টাইগারদের নিয়ে এবার খুব এটা আশাবাদী হতে পারছেন না ভক্ত-সমর্থকরা। ৩০শে আগস্ট আফগানিস্তান ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশনে নামবে সাকিব আল হাসানের দল। টুর্নামেন্ট সামনে রেখে কঠোর অনুশীলন করে যাচ্ছেন ক্রিকেটাররা।

ইনজুরির কারণে ছিটকে গেছেন লিটন কুমার দাস। নুরুল হাসান সোহানও শঙ্কায়। দলে নেই ভালোমানের হার্ডহিটার। প্রশ্নই উঠছে, টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপে কতোটা ভালো করতে পারবে বাংলাদেশ? তবে সাকিব তার দল নিয়ে আশাবাদী। 

আজ মিরপুরে সংবাদিকদের তিনি বলেন, ‘এখন আমার কাছে তেল নেই, তেল দিয়ে কী করতে পারি সেটা চিন্তা করে লাভ নেই। আমার কাছে আছে গ্যাস, গ্যাস দিয়ে কী কী করা যাবে সেটা বোঝা গুরুত্বপূর্ণ। আমরা যদি আমাদের শক্তিমত্তার সঠিক ব্যবহার করতে পারি, আমি বিশ্বাস করি আমরা ভালো দল।’

এশিয়া কাপের পর অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ। হাতে খুব বেশি সময় নেই।

দুই-আড়াই মাসের মধ্যে দলে আমূল পরিবর্তন আনা সম্ভব নয় বলে মনে করেন সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডার বলেন, ‘আমাদের কাছে এখন দুই থেকে আড়াই মাস সময় আছে। দেখার বিষয়, এই সময়ের মধ্যে কতটুকু উন্নতি করতে পারি। কিছু বিষয় আমাদের পক্ষে থাকবে না, ইনজুরির সমস্যাও আছে। এটা সবসময়ই হবে, সবকিছু পক্ষে থাকবে না। এই প্রতিকূলতার মাঝেও আমরা কীভাবে উন্নতি করতে পারি সেটিই গুরুত্বপূর্ণ।’

কাজেই দলের খেলোয়াড়দের যতটুকু সামর্থ্য আছে তার পূর্ণ ব্যবহার দেখতে চান বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, ‘আমি বলছি না যে, খেলার ধরন খুব একটা বদলে ফেলতে হবে। আমরা চাইলেই আমাদের শরীরটা বড় করে ফেলতে পারবো না। তবে আমাদের হাতে যে শক্তিসামর্থ্য রয়েছে সেটা কাজে লাগানো গুরুত্বপূর্ণ।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments