Saturday, July 27, 2024
spot_img
Homeখেলাধুলাআবার ভারতের কাছে হেরে বাংলাদেশের বিদায়

আবার ভারতের কাছে হেরে বাংলাদেশের বিদায়

অনূর্ধ্ব-২০ সাফ ফুটবলের ফাইনালে বাংলাদেশ হেরেছিল ভারতের কাছে। এবার হেরছে অনূর্ধ্ব-১৭ সাফ ফুটবলেও। তাদেরকে ২-১ গোলে হারিয়ে ভারত পৌঁছে গেছে টুর্নামেন্টের ফাইনালে।

আজ কলম্বোয় রেসকোর্স মাঠে ম্যাচের শুরুতে বাংলাদেশ টানা কয়েকটি আক্রমণ করে চাপে ফেলে ভারতকে।

মিরাজ, মুর্শেদরা বারবার প্রতিপক্ষের হানা দিয়েও পেরে ওঠেনি। ভারতের রক্ষণভাগ পরিষ্কার কোনো গোলের সুযোগই দেয়নি বাংলাদেশি ফরোয়ার্ডদের। ভারতীয়রাও অবশ্য পারেনি গোলের সে রকম সুযোগ তৈরি করতে। তবে নিজেদের পায়ে বল রেখে তারা পাসিং ফুটবল খেলার চেষ্টা করেছে প্রথমার্ধে।

নিষ্ফলা প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে ভারত আট মিনিটের ব্যবধানে দুই গোলের লিড নেয় আর এই গোলগুলো যেন শেল হয়ে বেঁধে পল স্মলির বুকে। এই ইংলিশ কোচের অধীনেই কিছুদিন আগে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল খেলেছিল। তার দল এবার ৫১ মিনিটে প্রথম গোল হজম করে। বক্সের ঠিক ওপর থেকে থাংলালসুম গাংতের বাঁ পায়ের লক্ষ্যভেদী শটে এগিয়ে যায় ভারত। আট মিনিট বাদে বাংলাদেশি ডিফেন্ডাররা অফসাইডের ফাঁদ পাততে গিয়ে দ্বিতীয় গোলের আয়োজন করে দেয় ওই থাংলালসুমকেই। ডান দিক থেকে পাঠানো ক্রসটি সে অনায়াসে ট্যাপ করে পৌঁছে দেয় বাংলাদেশের জালে।

৫৯ মিনিটে দুই গোলে পিছিয়ে পড়া বাংলাদেশ মরিয়া হয়ে খেলে ম্যাচে ফিরতে। ৬১ মিনিটেই ফল মেলে। মিরাজুলকে বক্সে ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। নিখুঁত স্পট কিকে মিরাজুলই কমায় ব্যবধান। এরপর ভারত লিড ধরে রাখতে রক্ষণাত্মক হয়ে পড়লে ওদের ওপর চেপে বসে বাংলাদেশ। একের পর এক আক্রমণ করেও তারা বের করতে পারেনি সমতাসূচক গোলটি। ম্যাচে ফেরার ভালো সুযোগটা পেয়েছিল মুর্শেদ আলী ৮৫ মিনিটে।  মুর্শেদ শট নিলেও সেটি ভারতের রক্ষণ দুর্গে আটকে গেলে বাংলাদেশের বিদায় ঘণ্টা বেজে যায় সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টে।  

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments