Friday, April 19, 2024
spot_img
Homeবিনোদন৯৫তম অস্কারে মনোনয়ন পেলেন যারা

৯৫তম অস্কারে মনোনয়ন পেলেন যারা

২৪ জানুয়ারি প্রকাশ্যে এল ৯৫তম অস্কারের পূর্ণ মনোনীত তালিকা। এদিন অভিনেতা অ্যালিসন উইলিয়ামস এবং রিজ আহমেদ ক্যালিফোর্নিয়া থেকে এই মনোনয়নের তালিকা ঘোষণা করেন। মোট ২৩টি ক্যাটাগরিতে মনোনীতদের নাম প্রকাশ করা হয়েছে। বিশ্বজুড়ে বিভিন্ন টিভি চ্যানেলে এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। 
২০২২ সালের জনপ্রিয় সিনেমা ‘এভ্রিথিং এভ্রিহোয়্যার অল এট ওয়ান্স’। এটিই এবারের অস্কারে সবথেকে বেশি ১১টি মনোনয়ন পেয়েছে। এরপরই ৯টি ক্যাটাগরিতে মনোনয়ন নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ‘অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ এবং ‘দ্য বানশিস অব ইনশেরিন’। আগামী ১২ই মার্চ অস্কার ঘোষণা করা হবে। 
বিভিন্ন ক্যাটাগরিতে মনোনীতদের তালিকাটি দেখে নেয়া যাক-

সেরা অভিনেতা
– অস্টিন বাটলার, ‘এলভিস’
– কলিন ফারেল, ‘দ্য বানশিস অফ ইনিশেরিন’
– ব্রেন্ডন ফ্রেজার, ‘দ্য হোয়েল’
– পল মেসকাল, ‘আফটারসান’
– বিল নাই, ‘লিভিং’

সেরা অভিনেত্রী
– কেট ব্ল্যানচেট, ‘টার’
– আনা ডি আরমাস, ‘ব্লোন্ড’
– আন্দ্রেয়া রাইজবরো, ‘টু লেসলি’
– মিশেল উইলিয়ামস, ‘দ্য ফ্যাবেলম্যানস’
– মিশেল ইয়োহ, ‘এভরিথিং এভরিওয়ের অল এ্যাট ওয়ান্স’

সেরা পরিচালক
– মার্টিন ম্যাকডোনাঘ, ‘দ্য বানশিস অফ ইনিশেরিন’
– ড্যানিয়েল কোয়ান এবং ড্যানিয়েল শেইনার্ট, ‘এভরিথিং এভরিওয়াই অল অ্যাট অ্যাট ওয়ান্স’
– স্টিভেন স্পিলবার্গ, ‘দ্য ফ্যাবেলম্যানস’
– টড ফিল্ড, ‘টার’
– রুবেন ওস্টলুন্ড, ‘দ্য ট্রায়াঙ্গেল অব স্যাডনেস’

সেরা চলচিত্র
– ‘অল কোয়াইট অন দ্যা ওয়েস্টার্ন ফ্রন্ট’
– ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’
– ‘দ্য বানশিস অব ইনশেরিন’
– ‘এলভিস’
– ‘এভরিথিং এভরিওয়াই অল অ্যাট অ্যাট ওয়ান্স’
– ‘দ্য ফ্যাবেলম্যানস’
– ‘টার’
– ‘টপ গান: ম্যাভরিক’
– ‘দ্য ট্রায়াঙ্গেল অব স্যাডনেস’
– ‘ওমেন টকিং’

শ্রেষ্ঠ সহকারী অভিনেত্রী
– অ্যাঞ্জেলা বাসেট, ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’
– হং চাউ, ‘দ্য হোয়েল’
– কেরি কনডন, ‘দ্য বানশিস অব ইনশেরিন’
– জেমি লি কার্টিস, ‘এভরিথিং এভরিওয়ের অল এ্যাট ওয়ান্স’
– স্টেফানি হু, ‘এভরিথিং এভরিওয়ের অল এ্যাট ওয়ান্স’

সেরা কস্টিউম ডিজাইন
– ব্যাবিলন
– ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার
– এলভিস
– এভরিথিং এভরিওয়ের অল এ্যাট ওয়ান্স
– মিসেস হ্যারিস গোস টু প্যারিস

বেস্ট সাউন্ড
– অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট
– অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার
– ব্যাটম্যান
– এলভিস
– টপ গান: ম্যাভরিক

বেস্ট অরিজিনাল স্কোর
– অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট
– ব্যাবিলন
– দ্য বানশিস অব ইনশেরিন
– এভরিথিং এভরিওয়ের অল এ্যাট ওয়ান্স
– দ্য ফ্যাবেলম্যানস

সেরা মৌলিক চিত্রনাট্য
– দ্য বানশিস অব ইনশেরিন, মার্টিন ম্যাকডোনাগ
– এভরিথিং এভরিওয়াই অল অ্যাট ওয়ান্স, ড্যানিয়েল কোয়ান এবং ড্যানিয়েল শেইনার্ট
– দ্য ফ্যাবেলম্যানস, টনি কুশনার এবং স্টিভেন স্পিলবার্গ
– টার, টড ফিল্ড
– ট্রায়াঙ্গাল অব স্যাডনেস, রুবেন ওস্টলন্ড

সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম
– এন আইরিশ গুডবাই
– ইভালু
– লা পুপিল
– নাইট রাইড
– দ্য রেড স্যুটকেস

সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম
– দ্য বয়, দ্য মোল, দ্য ফক্স এন্ড দ্য হর্স
– দ্য ফ্লাইং সেইলর
– আইস মার্চেন্টস
– মাই ইয়ার অফ ডি*স
–  এন অস্ট্রিক টোল্ড মি দ্য ওয়ার্ল্ড ইজ ফেক এন্ড আই থিংক আই বিলিভ ইট 

সেরা পার্শ্ব অভিনেতা
– ব্রেন্ডন গ্লিসন, ‘দ্য বানশিস অব ইনশেরিন’
– ব্রায়ান টাইরি হেনরি, ‘কজওয়ে’
– জুড হির্শ, ‘দ্য ফ্যাবেলম্যানস’
– ব্যারি কেওগান, ‘দ্য ব্যানশিস অফ ইনিশেরিন’
– কে হুয়ে কোয়ান, ‘এভরিথিং এভরিওয়ের অল এ্যাট ওয়ান্স’

সেরা অভিযোজিত চিত্রনাট্য
– ‘অল কোয়াইট অন দ্যা ওয়েস্টার্ন ফ্রন্ট’, এডওয়ার্ড বার্গার, লেসলি প্যাটারসন এবং ইয়ান স্টোকেল
– ‘গ্লাস অনিয়ন: এ নাইভস আউট মিস্ট্রি’, রিয়ান জনসন
– ‘লিভিং’, কাজুও ইশিগুরো
– ‘টপ গান: ম্যাভরিক’, ইহরেন ক্রুগার, এরিক ওয়ারেন সিঙ্গার এবং ক্রিস্টোফার ম্যাককুয়ারি 
– ‘ওমেন টকিং’, সারা পোলি

সেরা মৌলিক গান
– ‘টেল ইট লাইক এ ওমেন’ থেকে ‘অ্যাপলস’ 
– ‘টপ গান: ম্যাভেরিক’ থেকে ‘হোল্ড মাই হ্যান্ড’
– ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’ থেকে ‘লিফ্ট মি আপ’
– ‘আরআরআর’ থেকে ‘নাতু নাটু’
– ‘এভরিথিং এভরিওয়ের অল অ্যাট ওয়ানস’ থেকে ‘দিস ইজ এ লাইফ’

সেরা ডকুমেন্টারি ফিচার ফিল্ম
– ‘অল দ্যাট ব্রিদস’ 
– ‘অল দ্যা  বিউটি এন্ড ব্লাডশেড’ 
– ‘ফায়ার অব লাভ’
– ‘এ হাউস মেইড অব স্প্লিন্টার’ 
– ‘নাভালনি’

সেরা ডকুমেন্টারি শর্ট ফিল্ম
– ‘দ্য এলিফ্যান্ট হুসপারার্স’
– ‘হাউলআউট’
– ‘হাউ ডু ইউ মেজার এ ইয়ার’ 
– ‘দ্য মার্থা মিচেল ইফেক্ট’
– ‘স্ট্রেঞ্জার এট দ্য গেট’

সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম
– ‘অল কোয়াইট অন দ্যা ওয়েস্টার্ন ফ্রন্ট’ (জার্মানি)
– ‘আর্জেন্টিনা, ১৯৮৫’ (আর্জেন্টিনা)
– ‘ক্লোজ’ (বেলজিয়াম)
– ‘ইও’ (পোল্যান্ড)
– ‘দ্যা কোয়েট গার্ল’ (আয়ারল্যান্ড)

সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম
– ‘গুইলারমো দেল তোরোর পিনোকিও’
– ‘মার্সেল দ্য শেল উইথ শুস অন’
– ‘পুস ইন বুটস: দ্য লাস্ট উইশ’
– ‘দ্য সি বিস্ট’
– ‘টার্নিং রেড’

সেরা মেকআপ এবং চুলের স্টাইল
– ‘অল কোয়াইট অন দ্যা ওয়েস্টার্ন ফ্রন্ট’
– ‘ব্যাটম্যান’
– ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’
– ‘এলভিস’
– ‘দ্য হোয়েল’

সেরা প্রোডাকশন ডিজাইন

– ‘অল কোয়াইট অন দ্যা ওয়েস্টার্ন ফ্রন্ট’
– ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’
– ‘ব্যাবিলন’
– ‘এলভিস’
– ‘দ্য ফ্যাবেলম্যানস’

সেরা চলচ্চিত্র সম্পাদনা
– ‘দ্য বানশিস অব ইনিশেরিন’ 
– ‘এলভিস’
– ‘এভরিথিং এভরিওয়ের অল অ্যাট ওয়ানস’
– ‘টার’
– ‘টপ গান: ম্যাভরিক’

সেরা সিনেমাটোগ্রাফি
– ‘অল কোয়াইট অন দ্যা ওয়েস্টার্ন ফ্রন্ট’
– ‘বার্দো, ফলস ক্রনিকল অব দ্য হ্যান্ডফুল অব ট্রুথস’
– ‘এলভিস’
– ‘এম্পায়ার অব লাইটস’
– ‘তার’

সেরা ভিজুয়াল ইফেক্টস
– ‘অল কোয়াইট অন দ্যা ওয়েস্টার্ন ফ্রন্ট’
– ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’
– ‘ব্যাটম্যান’
– ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’
– ‘টপ গান: ম্যাভরিক’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments