Friday, March 29, 2024
spot_img
Homeবিচিত্র৩০ হাজার কিলোমিটার পাড়ি! দুর্গম আন্টার্কটিকায় খাবার পৌঁছে রেকর্ড তরুণীর

৩০ হাজার কিলোমিটার পাড়ি! দুর্গম আন্টার্কটিকায় খাবার পৌঁছে রেকর্ড তরুণীর

ইন্টারনেটের যুগে ‘দূরত্ব’ শব্দটির সংজ্ঞা বদলে যাচ্ছে। এখন অনলাইনে অর্ডার দিলেই মেলে পছন্দের খাবার। কোন সংস্থা কত তাড়াতাড়ি গ্রাহককে খাবার পৌঁছে দিতে সক্ষম, তা নিয়ে শুরু হয়েছে তুমুল প্রতিযোগিতা। তাই বলে আন্টার্টিকায় খাবার পৌঁছে দেয়ার দাবি করেনি কেউ। কিন্তু সেই বিষ্ময়কর কাণ্ড ঘটিয়েছেন মানসা গোপাল নামের এক তরুণী। তিনি সিঙ্গাপুর থেকে সুদূর আন্টার্টিকায় পাড়ি দেন স্রেফ হাতেহাতে খাবার পৌঁছে দেবেন বলে। এর ফলে ৩০ হাজার কিলোমিটার পাড়ি দিতে হয় তাকে। পাড়ি দিতে হয় চারটি মহাদেশ। বিশ্বের দীর্ঘতম খাদ্য সরবরাহের ঘটনা ঘটিয়ে চমকে দিয়েছেন তরুণী।

মানসা গোপাল আদতে চেন্নাইয়ের বাসিন্দা। আশ্চর্য রেকর্ড করতে অবশ্য সিঙ্গাপুর থেকে আন্টার্টিকায় পাড়ি দিতে হয় তাকে। নিজেই এই অবাক করা খাদ্য সরবরাহের ভিডিওটি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেন। ভিডিওতে উল্লেখ করা হয়, বিস্ময়কর যাত্রাপথে হামবুর্গ, বুয়েনস আইরেস এবং উশুয়াইয়া পেরোতে হয় তাকে। সবশেষে আন্টার্টিকায় পৌঁছান। ভিডিওতে দেখা গিয়েছে পানি, বরফ, কাদা ভরতি রাস্তা ডিঙোচ্ছেন তিনি। এভাবেই কঠিন পথে পাড়ি দেন ৩০ হাজার কিলোমিটার।

ইনস্টাগ্রামের ক্যাপশানে মানসা জানান, নিরামিষ স্ন্যাকস, চা, বিস্কুট-সহ কিছু শুকনো খাবার পৌঁছে দিয়েছেন আন্টার্টিকায়। ক্যাপশানে লেখেন, ‘আজ, আমি সিঙ্গাপুর থেকে আন্টার্টিকায় একটি বিশেষ খাবার সরবরাহ করেছি! এর জন্যে ফুডপান্ডার অসাধারণ কর্মীদের সঙ্গে কাজ করতে পেরে উত্তেজিত আমি। ৩০ হাজার কিলোমিটার এবং চারটি মহাদেশ পেরিয়ে পৃথিবীর সবচেয়ে দুর্গম স্থানগুলোর একটিতে খাবার পৌঁছে দেয়া রোজকার কাজ না!’

গত ৫ অক্টোবরে ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করেন তরুণী মানসা গোপাল। যা ভাইরাল হতে সময় লাগেনি। এখনও অবধি ৩৭ হাজার ভিউ হয়েছে। এই কাজের জন্য সকলে মানসাকে কুর্নিশ জানাচ্ছেন। নিরামিষ শুকনো খাবারের কথা বলার পরেও অধিকাংশের প্রশ্ন, ঠিক কী খাবার পৌঁছে দেয়া হয়েছে। ৩০ হাজার কিলোমিটারের পাড়ি দিয়ে খাবার ডেলিভারি করে কত টাকা পেলেন মানসা, সেই প্রশ্নও করছেন অনেকে। তবে প্রশ্নের চেয়ে বেশি তরুণীর কাণ্ডে বিস্ময় প্রকাশ করেছেন নেটিজেনরা। সূত্র: রয়টার্স।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments