Thursday, March 28, 2024
spot_img
Homeআন্তর্জাতিক২০২৪ সালের নির্বাচনে লড়ার সিদ্ধান্ত জানাননি পুতিন

২০২৪ সালের নির্বাচনে লড়ার সিদ্ধান্ত জানাননি পুতিন

রাশিয়ায় ঘনিয়ে আসছে প্রেসিডেন্ট নির্বাচন। আগামী বছরের মার্চ মাসেই নির্বাচন হওয়ার কথা দেশটিতে। তবে ওই নির্বাচনে দেশটির বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন লড়বেন কিনা, এখনও সে সিদ্ধান্তের কথা তিনি জানাননি। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বার্তা সংস্থা তাসকে এ কথা জানিয়েছেন। 

এর আগে বার্তা সংস্থা রয়টার্সের এক রিপোর্টে দাবি করা হয়, পুতিন এরইমধ্যে ২০২৪ সালের নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। ওই রিপোর্ট সম্পর্কে পেসকভকে প্রশ্ন করা হলে তিনি বলেন, প্রেসিডেন্ট পুতিন এখনও এ বিষয়ে তার সিদ্ধান্তের কথা ঘোষণা করেননি। তাছাড়া কোনো নির্বাচনী প্রচারণাও শুরু হয়নি।

উল্লেখ্য, আগামী বছরের ১৭ই মার্চ প্রেসিডেন্ট নির্বাচন আয়োজিত হতে যাচ্ছে রাশিয়ায়। এ বছরের ডিসেম্বরে এর আনুষ্ঠানিক ঘোষণা দেবে রাশিয়ার পার্লামেন্ট। এরপরই রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে প্রার্থী নির্ধারণ করতে শুরু করবে। সংবিধান অনুযায়ী, পুতিন চাইলে আবারও প্রেসিডেন্ট পদে লড়তে পারবেন। তবে তিনি এখনও সে সিদ্ধান্তের কথা জানাননি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments