Friday, April 19, 2024
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিহারানো ফাইল উদ্ধারে যা করবেন

হারানো ফাইল উদ্ধারে যা করবেন

এমন কি কখনো হয়েছে রিনেম বা কপি পেস্ট করতে গিয়ে গুরুত্বপূর্ণ ফাইলটাই ডিলিট করে ফেলেছেন? পরে হন্যে হয়ে খুঁজেও ফাইলটি উদ্ধার করতে পারেননি? উইন্ডোজ ১১ ব্যবহারের ক্ষেত্রে এমনটা ঘটে থাকলে নিচের কৌশলগুলো মেনে উদ্ধার করতে পারেন যেকোনো ফাইল। তবে মনে রাখবেন, পুরনো ফাইলের মধ্যে নতুন লেখা লিখে পরবর্তী সময়ে তা খুঁজতে চাইলে এই কৌশল কোনো কাজে দেবে না। ভুলে ফাইল ডিলিট করলে তা রিসাইকল বিনে গিয়ে খুঁজতে হবে। সার্চ অপশনে ফাইলের নাম লিখলে সেটি চলে আসবে।

রাইট বাটন ক্লিক করে ‘রিস্টোর’ অপশন সিলেক্ট করলেই ফাইলটি আগের স্থানে এসে হাজির হবে। তবে রিসাইকল বিনেও যদি ফাইলটি খুঁজে পাওয়া না যায়, তাহলে ফাইল রিকভারি সফটওয়্যার ব্যবহার করতে হবে। কম্পিউটার স্ক্যান করে রিকভারি সফটওয়্যারটি ফাইল খুঁজে দেবে। এ কাজের জন্য ব্যবহার করতে পারেন রেকুভা, ইজআস ডেটা রিকভারি উইজার্ড, ডিস্ক ড্রিল নামের সফটওয়্যারগুলো।

যেভাবে ব্যবহার করবেন

♦ প্রথমে একটি ফাইল রিকভারি সফটওয়্যার ডাউনলোড করুন।

♦ যেখানে ডিলিট করা ফাইল ছিল, সফটওয়্যার চালু করে সেই ড্রাইভ সিলেক্ট করে দিন।

♦ সফটওয়্যারটি ড্রাইভ স্ক্যান করে ডিলিট করা ফাইল উদ্ধারের চেষ্টা চালাবে।

♦ স্ক্যান শেষ হলে ফাইলের একটি তালিকা পাবেন। সেখান থেকে হারানো ফাইলটি খুঁজে নিতে হবে।

♦ এরপর রাইট বাটনে ক্লিক করে ‘রিকভার’ অপশন সিলেক্ট করতে হবে।

♦ ড্রাইভে বা লোকেশন সিলেক্ট করে দিলেই যথাস্থানে ফাইলটি ফেরত আসবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments