Friday, March 29, 2024
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিস্বয়ংক্রিয় গাড়ি আনল বাইদু

স্বয়ংক্রিয় গাড়ি আনল বাইদু

চীনা প্রযুক্তি কম্পানি বাইদু অত্যাধুনিক এক স্বয়ংক্রিয় গাড়ি ‘অ্যাপলো আরটি৬’ তৈরি করেছে। এটির কৃত্রিম বুদ্ধিমত্তা ২০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন মনুষ্য চালকের সমতুল্য। গাড়িটির দাম ৩৭ হাজার ডলার। এটি বাইদুর ষষ্ঠ প্রজন্মের স্বয়ংক্রিয় গাড়ি।

আগের মডেলের তুলনায় এর দাম তুলনামূলকভাবে কম। ফলে ভাড়াও কম নির্ধারণ করা হবে। গাড়িটিতে স্টিয়ারিং হুইল থাকলেও তা খুলে রাখার ব্যবস্থা আছে। গাড়িটিতে মোট সেন্সরের সংখ্যা ৩৮টি,  যার মধ্যে ১২টি ক্যামেরা, ১২টি আলট্রাসনিক সেন্সর, ৬ মিলিমিটারের একটি রাডার ও আটটি লাইট ডিটেকশন ও আটটি লিডার (রাডারের মতো একটি ডিটেকশন সিস্টেম) আছে। পুরোপুরি চার্জ হওয়ার পর কত মাইল চলতে পারবে সে বিষয়ে কোনো তথ্য দেয়নি বাইদু। উৎপাদনকারী প্রতিষ্ঠানের নামও জানায়নি।

রোবো ট্যাক্সি সেবা মূলধারায় আনার প্রচেষ্টা হিসেবে চীনের বড় বড় ১০টি শহরে স্বয়ংক্রিয় গাড়ি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে বাইদু। সূত্র : বিবিসি

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments