Friday, April 19, 2024
spot_img
Homeলাইফস্টাইলসুপার স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন ২৮ আগস্ট

সুপার স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন ২৮ আগস্ট

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ জানিয়েছেন, আগামী ২৮ আগস্ট হাসপাতালটিতে উদ্বোধন করা হবে সুপার স্পেশালাইজড হাসপাতাল।

বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সায়েন্টিফিক  সেমিনারে সভাপতির বক্তব্যে তিন এ তথ্য জানান। 

তিনি বলেন, পদ্মা সেতুর পর এই হাসপাতালটি হবে বাংলাদেশের জন্য একটি বিরাট অর্জন। আওয়ামী লীগ বারবার ক্ষমতায় আসলে এ রকম উন্নয়ন হতে থাকবে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পেডিয়াট্রিক হেমাটোলজি এন্ড অনকোলজি বিভাগ ও মুভমেন্ট ফর থ্যালাসেমিয়া ইরাডিকেশন ইন বাংলাদেশ (এমটিইবি) এর যৌথ উদ্যোগে ‘থ্যালাসেমিয়া এন ইমার্জিং ন্যাশনাল হেলথ ইস্যু: ওয়ে টু মিনিফাই’ শীর্ষক এক আলোচনা সভায় এমন কথা জানান শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর।

এদিকে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রী এবিএম তাজুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা, পুনবার্সন ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রখ্যাত শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ এমপি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments