Friday, March 29, 2024
spot_img
Homeসাহিত্যসুখ নেই কোথাও

সুখ নেই কোথাও

জুলি রহমান

গতকাল ঈদের আনন্দে , কবিতার নতুন শব্দে ; নতুন গানে সুর তুলতেই । চমক তুলে আজব দুঃখ ! কঠিন শোক আঘাত পাড়েল ভাঙার মতো ইসরায়েলের কান্না ! কাঁদে শিশু পুড়ে মাটি।

জলাশয়ে রক্তস্রোত মানুষের?
বসতবাটি অঙ্গার ধূয়ার কুন্ডলী?

ঈদের আনন্দে যেমন গ্যাস বেলুনের
মতো ফুলে ফুলে উড়ছিলাম ;বাতাসের কোষে কোষে ।হাসছিলাম বন্ধু প্রিয়জন উৎসবে -আনন্দ উল্লাসে!তেমনি নিস্তেজ হলাম ধীরে ধীরে-

ঠিক বেলুনের বাতাস ছাড়ার মতোই।

মানুষেরা অসহায় ?হৃদয়ে জখম।
দুগ্ধজাত শিশুর দুধের বাটি নেই।
মরে গ্যাছে ,পুড়ে গ্যাছে ,উড়ে গ্যাছে দেহ!
পলকা হাওয়ায় শূ্ন্যে ছিটকে পড়ছে
ছেঁড়া কাগজের মতো মানুষের দেহ।বোমার নিষ্ঠুর থাবায়।কী হীন স্বার্থে করছে একশ্রেণীর মানুষই!ক্ষমতা ধর শক্তিধর তাঁরা  খেলছে যুদ্ধ যুদ্ধ খেলা!

সুখ নেই !কোথাও সুখ নেই শুধু ক্ষমতা। আর তাঁর অপব্যবহার। দুর্বলের প্রতি সবলের অত্যাচার।

নিউইয়র্ক

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments