Friday, April 19, 2024
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিসিটিও ফোরাম ইনোভেশন হ্যাকাথন ২০২২-এর নিবন্ধন শুরু

সিটিও ফোরাম ইনোভেশন হ্যাকাথন ২০২২-এর নিবন্ধন শুরু

প্রযুক্তিপ্রেমী তরুণদের উদ্ভাবনী ও সৃজনশীলতাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে শুরু হলো সিটিও ফোরাম ইনোভেশন হ্যাকাথনের তৃতীয় আসর। শনিবার কারওয়ান বাজার সফটওয়্যার টেকনোলজি পার্কে সংবাদ সম্মেলনে জাতীয় পর্যায়ে হ্যাকাথনের নিবন্ধনপ্রক্রিয়া শুরুর ঘোষণা দেয় সিটিও ফোরাম সংগঠনটি। নিবন্ধন চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে পরবর্তী পর্যায়ের যেকোনো বাংলাদেশি এতে অংশ নিতে পারবে।

নিবন্ধনের জন্য ভিজিট করতে হবে এই ঠিকানায়-portal.ctoforumbd.org/innovation-hackathon-2022.

আগামী ৮ অক্টোবর ফিজিক্যাল ডেমোনেস্ট্রেশন এবং ২২ অক্টোবর ুচূড়ান্ত প্রতিযোগিতার মধ্য দিয়ে নির্বাচিত করা হবে সেরা উদ্ভাবনী দল।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ক্ষুধামুক্ত বিশ্ব, সুস্বাস্থ্য, গুণগত শিক্ষা, ই-কমার্স, এমার্জিং টেকনোলজি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স, অনলাইন সার্টিফিকেট ভেরিফিকেশনসহ এমন আরো মুক্ত চ্যালেঞ্জ মোকাবেলায় এই হ্যাকাথন থেকে সেরা উদ্যোগগুলো আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিটিও ফোরাম সভাপতি তপন কান্তি সরকার।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments