Thursday, April 25, 2024
spot_img
Homeজাতীয়সাতজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

সাতজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

গৌরীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্র হত্যা মামলায়  বিএনপি নেতা রিয়াদ উজ্জামান রিয়াদসহ সাতজনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। তবে  গৌরীপুর পৌরসভার বর্তমান মেয়র সৈয়দ রফিকুল ইসলামসহ বাকিসহ ৯ আসামি বেকসুর খালাস পেয়েছেন। আজ ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মনির কামাল আসামিদের উপস্থিতিতে এ মামলার রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন- সাকিব আহমেদ রেজা, মোজাম্মেল, খাইরুল ইসলাম, রুহুল আমিন, মইনুদ্দিন, শরীফুল ইসলাম নাইম।

যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলেন- মাসুদ পারভেজ কার্জন, শরীয়ত উল্লাহ সুমন ও রাসেল মিয়া।
উল্লেখ্য, ২০২০ সালের ১৭ অক্টোবর ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মধ্যবাজার পান মহালে রাত ১০টার দিকে দুর্বৃত্তরা শুভ্রকে কুপিয়ে হত্যা করে। পরে নিহতের ছোট ভাই আবিদুর রহমান প্রান্ত বাদী হয়ে গৌরীপুর থানায় হত্যা মামলা দায়ের করলে জেলা গোয়েন্দা পুলিশ ১৯ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments