Thursday, April 18, 2024
spot_img
Homeধর্মসাজসজ্জা ও অপচয়

সাজসজ্জা ও অপচয়

ইসলাম মধ্যপন্থী জীবনব্যবস্থা। জীবনের সর্বক্ষেত্রে মধ্যপন্থী হওয়াকে ইসলাম পছন্দ করে। নারীরা সাজসজ্জা ও সৌন্দর্যবর্ধক কাজ করতে পছন্দ করে। কিন্তু এ ক্ষেত্রে মধ্যপন্থী ও মিতব্যয়ী হওয়া জরুরি।

যারা অপচয় না করে পানাহার ও পরিচ্ছদ গ্রহণ করে তাদের প্রশংসা করে আল্লাহ বলেন, ‘তারা যখন ব্যয় করে, তখন অপব্যয় করে না বা কৃপণতা করে না। বরং তারা এতদুভয়ের মধ্যবর্তী অবস্থায় থাকে। ’ (সুরা ফুরকান, আয়াত : ৬৭)

রাসুল (সা.) বলেন, ‘তোমরা পানাহার করো, পোশাক পরিধান করো এবং দান-খয়রাত করো অপচয় না করে এবং অহংকার মুক্ত হয়ে। ’ (নাসাঈ, হাদিস : ২৫৫৯; ইবনে মাজাহ, হাদিস : ৩৬০৫)

ইবনে আব্বাস (রা.) বলেন, ‘যা ইচ্ছা খাও ও পরিধান করো, তবে যেন দুটি জিনিস তোমাকে ত্রুটিযুক্ত না করে—অপচয় ও অহংকার। ’ (বুখারি, তরজমাতুল বাব, ‘পোশাক-পরিচ্ছদ’ অধ্যায়)। সুতরাং পরিমিত খরচের মাধ্যমে প্রয়োজনীয় বৈধ সাজসজ্জা করা মুসলিম নারীদের জন্য কর্তব্য। কিন্তু এসব সাজসজ্জায় অহংকার যুক্ত হলে তা হারাম হয়ে যাবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments